বালুরঘাট, 30 মার্চ : পুকুরে ডুবে মৃত্যু হল একই পরিবারের দুই শিশুর। নাম নন্দিতা ঘোষ (৫) ও শিবম দাস (৫)। আজ দুপুরে ঘটনাটি ঘটে বালুরঘাট ব্লকের শালগ্রাম এলাকায়। মৃত শিশুদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, মৃত নন্দিতা ও শিবম সম্পর্কে মামাতো - পিসতুতো ভাই বোন। বাড়িতে কালীপুজো উপলক্ষে নন্দিতাদের বাড়িতে পরিবারের সকলে একত্রিত হয়েছিল। বালুরঘাট লোকনাথ মিশন এলাকায় থাকত শিবম ও তার বাবা-মা। বাড়ির পাশেই ঠাকুরের কাঠামো তৈরি হচ্ছিল। সেখানেই খেলা করছিল তারা। দুপুরে পরিবারের নজর এড়িয়ে নন্দিতা ও শিবম বাড়ির পাশে পুকুরে পাড়ে যায়। এরপর কোনও ভাবে তারা দুজনেই পুকুরে পড়ে যায়।