পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের ২ শিশুর - undefined

পুকুরের জলে ডুবে মৃত্যু হল একই পরিবারের দুই শিশুর। আজ দুপুরে ঘটনাটি ঘটে বালুরঘাট ব্লকের শালগ্রাম এলাকায়।

পুকুরে ডুবে মৃত্যু

By

Published : Mar 30, 2019, 10:07 PM IST

Updated : Mar 30, 2019, 11:53 PM IST

বালুরঘাট, 30 মার্চ : পুকুরে ডুবে মৃত্যু হল একই পরিবারের দুই শিশুর। নাম নন্দিতা ঘোষ (৫) ও শিবম দাস (৫)। আজ দুপুরে ঘটনাটি ঘটে বালুরঘাট ব্লকের শালগ্রাম এলাকায়। মৃত শিশুদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, মৃত নন্দিতা ও শিবম সম্পর্কে মামাতো - পিসতুতো ভাই বোন। বাড়িতে কালীপুজো উপলক্ষে নন্দিতাদের বাড়িতে পরিবারের সকলে একত্রিত হয়েছিল। বালুরঘাট লোকনাথ মিশন এলাকায় থাকত শিবম ও তার বাবা-মা। বাড়ির পাশেই ঠাকুরের কাঠামো তৈরি হচ্ছিল। সেখানেই খেলা করছিল তারা। দুপুরে পরিবারের নজর এড়িয়ে নন্দিতা ও শিবম বাড়ির পাশে পুকুরে পাড়ে যায়। এরপর কোনও ভাবে তারা দুজনেই পুকুরে পড়ে যায়।

পুকুরের জলে ডুবে মৃত্যু

দীর্ঘক্ষণ তাদের না দেখতে পেয়ে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। এরপর দুইজনের দেহ পুকুরের জলে ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা দু'জনকে মৃত বলে ঘোষণা করে।

নন্দিতার বাবা জগন্নাথ ঘোষ ও আত্মীয় সীমা দাস বলেন, "বাড়ির পাশেই ঠাকুর তৈরির কাজ চলছিল। সেখানেই খেলা করছিল তারা। কখন যে সকলের নজর এড়িয়ে দুজনে পুকুর পাড়ে চলে গেছিল, তারা বুঝতে পারেননি। যখন নজরে আসে ততক্ষণে সব শেষ।"

এবিষয়ে বালুরঘাট থানার IC জয়ন্ত দত্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Last Updated : Mar 30, 2019, 11:53 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details