পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 21, 2020, 10:30 AM IST

ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরে লকডাউন ভাঙায় গ্রেপ্তার 19

অগাস্ট মাসের তৃতীয় সাপ্তাহিক লকডাউনের প্রথম দিনে দক্ষিণ দিনাজপুর জেলায় 19 জন গ্রেপ্তার হয় ৷ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার ৷

violating lockdown in south dinajpur
লকডাউন ভাঙায় গ্রেপ্তার 19

বালুরঘাট, 21 অগাস্ট : জেলায় জেলায় কোরোনা আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ আনলকের তৃতীয় পর্বে সংক্রমণে লাগাম টানতে রাজ্যে সাপ্তাহিক লকডাউন শুরু হয়েছে ৷ প্রশাসনের তরফে চলছে পূর্ণ লকডাউনে কড়া নজরদারি ৷ লকডাউন ভাঙায় প্রথম দিনে দক্ষিণ দিনাজপুরে 19 জন গ্রেপ্তার হয় ৷ তাদের মধ্যে 10 জন বালুরঘাটের বাসিন্দা ৷ ব্যবসায়ী, চায়ের দোকানদার ও সাধারণ মানুষ গ্রেপ্তার হয়েছে ৷ তবে লকডাউন সফল করতে সব রকমভাবে তৎপর ছিল জেলা প্রশাসন ৷

কোরোনার সংক্রামণ রুখতে অগাস্ট মাসে গতকাল তৃতীয় সাপ্তাহিক লকডাউন ছিল । জানা গেছে লকডাউনের দিনেও বালুরঘাট চকভৃগুতে বসেছিল কিছু সবজির দোকান । কেনা বেচাও চলছিল ৷ খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ দু'জন সবজি ব্যবসায়ীকে গ্রেপ্তার করে । এছাড়াও বালুরঘাট সত্যজিৎ মঞ্চ এলাকায় একটি চায়ের দোকান খোলে ৷ দোকানদারকে গ্রেপ্তার করে ৷ এর সঙ্গে কিছু সাধারণ মানুষ বিনা কারণে রাস্তায় বেরিয়ে পড়েন । উপযুক্ত কারণ না দেখাতে পারায় তাদেরকেও গ্রেপ্তার করা হয় ।

বালুরঘাট শহরে গতকাল বিকাল 4 টা পর্যন্ত পুলিশ 10 জনকে গ্রেপ্তার করে ৷ বাকি 9 জন জেলার বিভিন্ন প্রান্তের থেকে গ্রেপ্তার হয়েছে ৷ এ বিষয়ে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "লকডাউন অমান্য করায় গতকাল জেলায় সব মিলিয়ে 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ আগামী দিনেও লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details