হরিরামপুর, 27 জুন : দলবদলের হিড়িক দক্ষিণ দিনাজপুরে । এবার হরিরামপুর ব্লকের প্রায় 160টি পরিবার সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল ৷ তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধান গুলজার আলম ও অন্যান্য নেতৃত্ব ।
শনিবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের গুড়খইর এলাকায় প্রায় 160টি পরিবার সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৷ বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গুলজার আলমের কথায়, "বিধানসভা ভোটে এলাকায় তৃণমূল প্রচুর ব্যবধানে যেতে । সেই কারণে উৎসাহিত হয়ে বিভিন্ন দল ছেড়ে মানুষ তৃণমূলে যোগ দিচ্ছেন ৷" প্রধানের আশা, "এর ফলে আগামী নির্বাচনগুলিতে তৃণমূল আরও বড় ব্যবধানে জিতবে ৷"