পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরে একদিনে কোরোনা আক্রান্ত 14 জন

দক্ষিণ দিনাজপুরে গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত 14 জন ৷ জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 79 ৷

southdinajpur
দক্ষিণ দিনাজপুরে একদিনে মোট 14 জন কোরোনা পজ়িটিভ

By

Published : Jun 15, 2020, 10:12 AM IST

বালুরঘাট, 15 জুন : দক্ষিণ দিনাজপুরে একদিনে মোট 14 জনের দেহে কোরোনার হদিস মিলল । গতকাল দুপুরে 7 জন সংক্রমিতের খোঁজ মেলে ৷ তারপরে রাতেও আরও 7 জন কোরোনা পজি়টিভের সন্ধান মেলে ৷ পরিসংখ্যান বলছে , এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 79 । যদিও ইতিমধ্যে আক্রান্তদের মধ্যে 42 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করছে জেলা স্বাস্থ্য দপ্তর । তবে এই নিয়ে এখুনি সংবাদ মাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি জেলা প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকরা৷

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল অর্থাৎ রবিবার রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যাকলগ থেকে জেলার সাতজনের সোয়াব টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে । এই নতুন আক্রান্ত সাতজনের বাড়ি বংশীহারী, তপন ও বালুরঘাট ব্লকের বিভিন্ন এলাকায় । এর মধ্যে বংশীহারীর চার জন ও বালুরঘাট গ্রামীন ব্লকের দু'জন ও তপনের এক জন রয়েছে । আক্রান্তরা সকলে পরিযায়ী শ্রমিক বলে প্রাথমিক ভাবে জানা গেছে । নতুন আক্রান্তদের বালুরঘাট কোভিড ও অ্যানেক্স কোভিড হাসপাতালে চিকিৎসার জন্যে আনার প্রক্রিয়া শুরু হয়েছে । আক্রান্তদের সংস্পর্শে আসাদের কোয়ারানটাইন করার কাজ শুরু করা হচ্ছে ।

যদিও নতুন আক্রান্তদের বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে অবশ্য এখুনি কোনও মন্তব্য করতে চাননি জেলা প্রশাসন বা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ।

ABOUT THE AUTHOR

...view details