পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরে 4 সরকারি কর্মীসহ কোরোনায় আক্রান্ত আরও 12 - Dakshin Dinajpur CORONA

চারজন সরকারি কর্মী সহ আরও 12 জনর শরীরে মিলল কোরোনা সংক্রমণের হদিস। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 191 জন।

দক্ষিণ দিনাজপুরে কোরোনা আক্রান্ত আরও 12
দক্ষিণ দিনাজপুরে কোরোনা আক্রান্ত আরও 12

By

Published : Jun 27, 2020, 1:35 PM IST

গঙ্গারামপুর, 27জুন : দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে নতুন করে আরও 12 জনের শরীরে মিলল কোরোনা সংক্রমণের হদিস। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 191 জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন 100 জন।

নতুন করে আক্রান্তদের মধ্যে চারজন সরকারি কর্মচারী ও একজন যুব তৃণমূল নেতা রয়েছেন। আক্রান্তদের চিকিৎসার জন্য বালুরঘাট নাট্য উৎকর্ষে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, শনিবার সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ওই 12 জনের সোয়াবের রিপোর্ট আসে। প্রত্যেকেরই রিপোর্ট কোরোনা পজ়িটিভ আসে। আক্রান্তদের মধ্যে কুশমুণ্ডি ব্লকের 6 জন ও গঙ্গারামপুর ব্লকের 6 জন রয়েছেন। গঙ্গারামপুরে আক্রান্ত 6 জনের মধ্যে 2 জন নার্স রয়েছেন বলেও জানা গিয়েছে। অপরদিকে গঙ্গারামপুর থানার SI ও একজন সিভিক কর্মীও কোরোনায় আক্রান্ত হয়েছেন। বাকি আক্রান্তরা পরিযায়ী শ্রমিক বলেই জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রের খবর। অপরদিকে, কুশুমুণ্ডিতে আক্রান্তদের মধ্যে একজন যুব তৃণমূল নেতা রয়েছে। বাকি পাঁচজন আক্রান্ত পরিযায়ী শ্রমিক। আক্রান্তদের সকলকেই বালুরঘাটে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, জেলায় কোরোনা মুক্ত হওয়ার হারও অনেক বেশি। ইতিমধ্যেই 100 জন কোরোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রের খবর।

ABOUT THE AUTHOR

...view details