কুমারগঞ্জ, 1 জুন : কুমারগঞ্জে ফের বাড়ল কোরোনা আক্রান্তের সংখ্যা । সেখানে নতুন করে আরও 10 জনের শরীরে কোরোনার হদিস মিলেছে। এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 26 । কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য বালুরঘাট COVID হাসপাতালে নিয়ে আসা হচ্ছে ৷ আক্রান্তরা সবাই পরিযায়ী শ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেছে । যদিও এনিয়ে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
কুমারগঞ্জে কোরোনায় আক্রান্ত আরও 10 জন - corona
নতুন করে যাঁরা কোরোনায় আক্রান্ত হয়েছেন, তাঁরা প্রত্যেকেই মহারাষ্ট্র থেকে ফিরছিলেন । কর্মসূত্রে সেই রাজ্যে থাকতেন তাঁরা ।
জানা গেছে, আক্রান্ত 10 জনের বাড়ি কুমারগঞ্জে । এর মধ্যে 8 জনের বাড়ি কুমারগঞ্জ ব্লকের দিওর এলাকায় । বাকিরা বটুন ও ভোঁওর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা । সম্প্রতি তাঁরা মহারাষ্ট্র থেকে বাড়ি ফিরেছেন । এদের মধ্যে দু'জন মহিলা রয়েছেন । আক্রান্তদের সোয়াব মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে গতকাল রাতে রিপোর্ট পজ়িটিভ আসে । এদিকে বিষয়টি জানতে পেরেই জেলা পুলিশ ও প্রশাসন দ্রুততার সঙ্গে আক্রান্তদের সংস্পর্শে আসা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সবাইকে কুমারগঞ্জ ITI কোয়ারানটিন সেন্টারে রেখেছে ।
শনিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলায় 9 জনের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছিল । দের মধ্যে 8 জনের বাড়ি হরিরামপুর ও একজনের বাড়ি বালুরঘাট ব্লক এলাকায়। 2 জন মহিলা পরিযায়ী শ্রমিক ছিলেন । আবার নতুন করে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আতঙ্কিত জেলার মানুষ । অন্যদিকে ইতিমধ্যে কোরোনাকে হারিয়ে জয়ী হয়েছেন 6 জন । তাঁদের ইতিমধ্যে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । যদিও নতুন করে কোরোনা আক্রান্তের বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি জেলা প্রশাসন থেকে আধিকারিকরা।