পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘন কুয়াশা, গঙ্গারামপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর - গঙ্গারামপুরে 1 পথচারীর মৃত্যু

স্থানীয়দের অনুমান, ঘন কুয়াশার জন্য রাস্তায় গাড়ি দেখতে পাননি মৃত ব্যক্তি ৷ তার জেরেই দুর্ঘটনা ঘটে ৷

pedestrian dies in Gangarampur due to excess fog
কুয়াশার কারণে গঙ্গারামপুরে পথচারীর মৃত্যু

By

Published : Jan 21, 2020, 3:37 PM IST

গঙ্গারামপুর, 21 জানুয়ারি : প্রাতঃভ্রমণে বেরিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনাটি গঙ্গারামপুর থানার কালদিঘি এলাকার । এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি ।

একের পর এক গাড়ির মৃতদেহের উপর দিয়ে যায় ৷ ভোরবেলায় এলাকার ব্যবসায়ীরা দোকান খুলতে গিয়ে ঘটনাটি দেখেন । তাঁরা মালদা-বালুরঘাট 512 নম্বর জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে গঙ্গারামপুর থানার পুলিশ । মৃতদেহ কালদিঘি হাসপাতালে পাঠায় ৷ এরপর যানজট কাটে । গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ শনাক্ত করার চেষ্টা করছে ।

কুয়াশার কারণে গঙ্গারামপুরে পথচারীর মৃত্যু

স্থানীয় এক বাসিন্দা বলেন , "আমরা সকালে এসে দেখি রাস্তার উপর একটা মৃতদেহ পড়ে আছে এবং তার উপর দিয়ে পরপর গাড়ি চলে গেছে ৷ আমরা তখন রাস্তার অন্যান্য গাড়ি আটকে দিয়ে গঙ্গারামপুর থানায় খবর পাঠাই । "

গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার পূর্ণেন্দু কুন্ডু জানান, "আমরা সকালবেলা খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে দেখি মৃতদেহের উপর দিয়ে একাধিক গাড়ি চলে গেছে ৷ ফলে ঠিকমতো চেনা যাচ্ছে না। মৃতদেহ নিয়ে গঙ্গারামপুর কালদিঘি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।" পুলিশের অনুমান, অতিরিক্ত কুয়াশার জন্য হয়ত গাড়ি দেখতে পাননি মৃত ব্যক্তি ৷ তার জেরেই দুর্ঘটনা ঘটে ৷

ABOUT THE AUTHOR

...view details