বাসন্তী, 4 মে:স্বামী ও সন্তানের প্রাণনাশের হুমকি দিয়ে বধূকে বিয়ের জন্য চাপ ও ধর্ষণের অভিযোগ প্রতিবেশি যুবক সুপ্রকাশ নস্করের বিরুদ্ধে ৷ দক্ষিণ 24 পরগনার বাসন্তীর ঝড়খালি কোস্টাল থানার হিরণময়পুর এলাকার ঘটনা । অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তের বাবা ৷
নির্যাতিতার অভিযোগ, ওই এলাকারই বাসিন্দা নির্যাতিতা ও অভিযুক্ত যুবক শুভ্রজিৎ নস্কর ৷ প্রায় 6 মাস ধরে অভিযুক্ত যুবক ওই বধূর সঙ্গে জোর করে সম্পর্ক স্থাপন করতে চায় ৷ নির্যাতিতা ওই বধূ যুবকের কথায় সম্মতি না-দিলে তার শিশুকন্য়া ও স্বামীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ৷ এরপরেই ওই যুবক নির্যাতাতা বধূকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে ৷ সম্প্রতি ওই বধূ অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে, তাকে ওষুধের মাধ্যমে গর্ভস্থ ভ্রূণকে হত্যা করার চেষ্টা করে বলে অভিযোগ যুবকের বিরুদ্ধে ৷ বিষয়টি স্বামীকে জানানোর কথা বললে ফের খুন করার হুমকি দেয়। এরপরেই সমস্ত ঘটনা জানিয়ে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছে ওই বধূ ৷ তাঁর অভিযোগের ভিত্তিতেই শুভ্রজিৎ নস্করকে গ্রেফতার করেছে পুলিশ ৷