ঢোলাহাট (দক্ষিণ ২৪ পরগনা), ১২ ফেব্রুয়ারি : স্ত্রী-র বিবাহবহির্ভূত সম্পর্ক মেনে নিতে পারেনি। প্রতিবাদ করেছিল। কিন্তু, সমস্যা না মিটিয়ে পালটা ডিভোর্স চায় স্ত্রী। শ্বশুরবাড়ির লোকজন হুমকিও দেয়। মেনে নিতে পারেনি। পরদিন সকালে বাড়ি থেকে অনতিদূরে একটি নির্জন বাগানবাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। ঘটনাটি ঢোলাহাট থানার তেলেগ্রাম এলাকার।
"আমি বাঁচব কী নিয়ে ?" স্ত্রী ডিভোর্স চাওয়ায় আত্মঘাতী যুবক - commit suicide
যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। ঢোলাহাট থানার তেলেগ্রামর এলাকার।
কুলপি পলিটেকনিক কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র দীপঙ্কর। হিমাশ্রী (নাম পরিবর্তিত) নামে এক যুবতির সঙ্গে প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তার। মাস দুয়েক আগে দু'জনে রেজিস্ট্রি করে। দীপঙ্করের পরিবারের আর্থিক অবস্থা দুর্বল। তাই, হিমাশ্রীর পরিবার বিয়ে মানতে চায়নি। এর মাঝেই দীপঙ্কর জানতে পারে প্রসেনজিৎ নামে একজনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে হিমাশ্রীর। শুনেই রবিবার শ্বশুরবাড়ি যায়। কথা বলে হিমাশ্রীর সঙ্গে। সুরাহা হয়নি। উলটে স্বামীর কাছ থেকে ডিভোর্স চায়। হুমকিও দেওয়া হয়।
দুপুরের দিকে বাড়ি ফিরে আসে দীপঙ্কর। পরে বেরিয়ে যায়। তারপর থেকে তার আর খোঁজ মিলছিল না। গতকাল সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত বাগানবাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থান থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। সেখানে লেখা ছিল, "আমি বাঁচব কী নিয়ে? তাই চলে গেলাম।" এদিকে ঘটনার পর থেকে নিখোঁজ হিমাশ্রী। তদন্ত শুরু করেছে পুলিশ।