বারুইপুর, 24 জুন: চরম পাশবিক ! সেই সঙ্গে অমানবিকতার নিদর্শন বারুইপুরের মল্লিকপুরে। চুরির অপবাদ দিয়ে 17 বছরের নাবালিকা প্রেমিকাকে আটকে রেখে মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার মায়ের বিরুদ্ধে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পড়ে। তদন্তে মল্লিকপুর ফাঁড়ির পুলিশ।
নির্যাতিতা জানিয়েছেন, দেড় বছর আগে সোশাল মিডিয়ার দৌলতে অভিযুক্ত ছেলেটির সঙ্গে পরিচয় হয়েছিল মেয়েটির ৷ সেখান থেকেই বন্ধুত্ব তারপর প্রেম ৷ একদিন নির্যাতিতাকে অভিযুক্ত বাড়িতে ডাকে এবং জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করে বলে অভিযোগ ৷ এরপর বাড়িতে ঘটনার কথা জানায় নির্যাতিতা ৷ পুলিশে খবর দিতে চাইলে, অভিযুক্ত ছেলেটি নির্যাতিতার কাছে ক্ষমা চায় ৷ এরপর দুই বাড়ি থেকেই সম্পর্ক মেনে নেয় ৷ কথা হয় বিয়েও করবে তারা ৷
কিছুদিন পর ছেলেটি বিয়ের কথা এড়িয়ে গেলে সম্পর্ক ভেঙে দেয় নির্যাতিতা ৷ অভিযোগ, এরপরেই অভিযুক্ত ছেলেটির মা মেয়েটিকে ফোন করে বাড়িতে ডাকে ৷ কিছু বুঝতে না-দিয়ে ভালো ব্যবহার করেন অভিযুক্তর মা ৷ নির্যাতিতাকে বাজার করার জন্য আলমারি থেকে টাকা বের করতে বলেন ৷ নির্যাতিতা বলেন, "আমি বুঝতে পারিনি আমাকে ফাঁসানোর জন্য ভিডিয়ো করা হচ্ছে ৷ আমাকে আলমারি থেকে টাকা বের করতে বলেন ছেলেটির মা ৷ টাকাটা বের করার পরেই ছেলেটি ফোন হাতে ঘরে ঢুকে আমাকে চোর বলতে থাকে ৷ আমি কিছু বোঝার আগেই চুলের মুঠি ধরে আমাকে মারতে থাকে ৷ এরপর রাস্তায় টেনে নিয়ে যায় ৷ সেখানে আমার চুল কেটে দেয় ৷"