নরেন্দ্রপুর, 20 ডিসেম্বর: গড়িয়া স্টেশন এলাকায় লিভ-ইন পার্টনারকে খুনের চেষ্টার ঘটনায় অবশেষে গ্রেফতার অভিযুক্ত যুবক বাবু হালদারকে ৷ 26 দিন গা-ঢাকা দিয়ে থাকার পর অবশেষে নরেন্দ্রপুর থানার পুলিশের নাগালে এল অভিযুক্ত ৷ নরেন্দ্রপুরের দাসপাড়ায় তাঁর বাড়ি থেকেই অভিযুক্ত বাবুকে বুধবার ভোরে গ্রেফতার করে পুলিশ ৷ 16 দিন পর মোবাইল ফোন চালু করতেই পুলিশ তাঁকে ট্র্যাক করে ফেলে ৷ লোকেশন ধরে অভিযুক্তকে তাঁর বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, 24 নভেম্বর রাতে লিভ-ইন পার্টনার মিতা গায়েনকে রাস্তায় সবার সামনে কোপানোর পর নরেন্দ্রপুর ও সোনারপুরের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকার চেষ্টা করছিল অভিযুক্ত ৷ মোবাইল ফোন বন্ধ থাকায়, বাবুকে ট্র্যাক করা যাচ্ছিল না ৷ কিন্তু, গতকাল রাতে মোবাইল ফোন কিছুক্ষণের জন্য অন করেন তিনি ৷ পুলিশি সার্ভিল্যান্সে তাঁর নম্বর বসানো থাকায়, তৎক্ষণাত সিগন্যাল পেয়ে যান তদন্তকারীরা ৷ এর পর মোবাইল লোকেশন ট্র্যাক করে বাড়ি থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে ৷
সূত্রের খবর, মিতা গায়েনের উপর হামলা চালানোর পর, স্ত্রীর কাছেই গিয়েছিলেন বাবু ৷ তদন্তকারীরা মনে করছেন, স্ত্রী-র মদতেই আত্মগোপন করেছিলেন বাবু হালদার ৷ প্রয়োজনে বাবুর স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে ৷ যদি, অভিযুক্তকে ইচ্ছাকৃত লুকিয়ে রাখার কোনও প্রমাণ পাওয়া যায়, তাহলে গ্রেফতার করা হতে পারে বাবুর স্ত্রীকেও ৷ উল্লেখ্য, গত 25 নভেম্বর সোশাল মিডিয়ায় একটি ভয়াবহ ভিডিয়ো ভাইরাল হয় ৷ যে ভিডিয়োতে দেখা যায়, যুবতীকে ধারালো কোনও অস্ত্র দিয়ে এক যুবক কোপাচ্ছেন ৷ আর রাস্তায় পড়ে ছটফট করতে থাকা যুবতী পথচলতি লোকজনের কাছে সাহায্যের জন্য আর্তনাদ করছেন ৷