পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রেমিককে ফোনে জানিয়ে আত্মহত্যা যুবতির - garia

প্রেমিকের সাথে ঝামেলা হওয়ায় আত্মঘাতী হল এক যুবতি। ঘটনাটি গড়িয়ার।

ছবিটি প্রতীকী

By

Published : Feb 1, 2019, 11:53 PM IST

গড়িয়া, ১ ফেব্রুয়ারি : বাড়ি থেকে উদ্ধার এক যুবতির ঝুলন্ত দেহ। মৃতের নাম উপমা গিরি। ঘটনাটি গড়িয়ার। যুবতির বাড়ি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকায়। গড়িয়ায় তিনি ঘর ভাড়া নিয়ে একাই থাকতেন।

সূত্রের খবর, গতরাতে প্রেমিকের সাথে ফোনে কথা বলার সময় ঝামেলা হয়। সেইসময় আত্মঘাতী হওয়ার হুঁশিয়ারি দেন ওই যুবতি। তাঁর প্রেমিক বিষয়টি এক বন্ধুকে জানান। বন্ধুটি ফোন করে বিষয়টি জানান নরেন্দ্রপুর থানায়।

পুলিশ এসে ঘরের জানলা ভেঙে দেখে ফ্যানের সাথে ঝুলছেন ওই যুবতি। তাঁকে উদ্ধার করে সুভাষগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

যুবতির মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। মৃতদেহ আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details