ব্যারাকপুর, 15 অগাস্ট : কোরোনা উপসর্গ নিয়ে তিন তিনটে হাসপাতালের দরজায় ঘুরলেও ভরতি নিল না কেউ ৷ ফলে বিনা চিকিৎসায় মৃত্যু এক যুবকের ৷ অভিযোগ মৃত যুবকের পরিবারের সদস্য়দের ৷ উত্তর 24 পরগনার ব্যারাকপুর মোহনপুর বড় কাঁঠালিয়ার ওই যুবকের নাম দীপঙ্কর সিংহ রায় (29)। একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি ।
পরিবারের লোকেরা জানিয়েছে, দীপঙ্কর নার্ভের সমস্যায় ভুগছিল। চিকিৎসাও চলছিল। বৃহস্পতিবার বিকেলে তার শ্বাসকষ্ট শুরু হয়। রাত সাড়ে আটটা নাগাদ তাকে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোরোনা সন্দেহে সেখানে তাকে ভরতি নেওয়া হয়নি। এরপর যথাক্রমে ব্যারাকপুর পৌরসভা পরিচালিত হাসপাতাল ও ব্যারাকপুর বি এন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয় । অভিযোগ, ওই দুটি হাসপাতালই রোগীকে ফিরিয়ে দেয় ৷ এরপর সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রোগীর মৃত্যু হয় ৷