পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনার টিকা নেওয়ার 5 দিন পর মৃত্যু গড়িয়ার যুবকের - GARIA

করোনার টিকা নেওয়ার 5 দিন পর মৃত্যু হল এক যুবকের । ঘটনাটি গড়িয়া বোড়াল লেকপোলের । মৃত যুবকের নাম সুরজিৎ বন্দ্যোপাধ্যায় (27) ।

garia
করোনার টিকা নেওয়ার ৫ দিন পর মৃত্যু গড়িয়ার যুবকের

By

Published : Jul 1, 2021, 11:06 PM IST

গড়িয়া, 1 জুলাই : করোনা টিকার ডোজ নেওয়ার 5 দিন পর মৃত্যু হল এক যুবকের । ঘটনাটি ঘটেছে গড়িয়া বোড়াল লেকপোলের । মৃত যুককের নাম সুরজিৎ বন্দ্যোপাধ্যায় (27) । 22 জুন এলাকার আতাবাগান আরবান স্বাস্থ্যকেন্দ্র থেকে করোনার টিকা নিয়েছিলেন সুরজিৎবাবু ।

টিকা নেওয়ার পাঁচদিন পর তাঁর মৃত্যু হয় । পরিবার সূত্রের দাবি, টিকা নেওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন সুরজিৎ । প্রথমে জ্বর তারপর বমি ও সবশেষে গায়ে ছোপ ছোপ কালো দাগ দেখা দেয় । বুধবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে এলাকার আতাবাগান আরবান প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান পরিবারের সদস্যরা । শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা পিজি হাসপাতালে স্থানান্তরিত করেন । তারপর কিছু সময়ের মধ্যেই সুরজিৎবাবু মারা যান ।

করোনার টিকা নেওয়ার ৫ দিন পর মৃত্যু গড়িয়ার যুবকের

আরও পড়ুন: বন্ধ বেসরকারি বাস পরিষেবা, কাকদ্বীপে চূড়ান্ত হয়রানির শিকার অফিস যাত্রীরা

ঘটনাটি নিয়ে বারুইপুরের এসএমওএইচ ইন্দ্রনীল মিত্র জানিয়েছেন, "এই ঘটনাটি বারুইপুর জেলা হাসপাতালের এলাকার মধ্যে পড়ে না । এটা কলকাতা পৌরনিগমের অন্তর্গত এলাকার ঘটনা । আমার এই বিষয়ে স্পষ্টত কিছু জানা নেই । " করোনার টিকা নিয়ে মৃত্যুর ঘটনা ঘটলে তা দীর্ঘ তদন্তের প্রক্রিয়া বলেও উল্লেখ করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details