গড়িয়া, 1 জুলাই : করোনা টিকার ডোজ নেওয়ার 5 দিন পর মৃত্যু হল এক যুবকের । ঘটনাটি ঘটেছে গড়িয়া বোড়াল লেকপোলের । মৃত যুককের নাম সুরজিৎ বন্দ্যোপাধ্যায় (27) । 22 জুন এলাকার আতাবাগান আরবান স্বাস্থ্যকেন্দ্র থেকে করোনার টিকা নিয়েছিলেন সুরজিৎবাবু ।
টিকা নেওয়ার পাঁচদিন পর তাঁর মৃত্যু হয় । পরিবার সূত্রের দাবি, টিকা নেওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন সুরজিৎ । প্রথমে জ্বর তারপর বমি ও সবশেষে গায়ে ছোপ ছোপ কালো দাগ দেখা দেয় । বুধবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে এলাকার আতাবাগান আরবান প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান পরিবারের সদস্যরা । শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা পিজি হাসপাতালে স্থানান্তরিত করেন । তারপর কিছু সময়ের মধ্যেই সুরজিৎবাবু মারা যান ।