বারুইপুর, 31 ডিসেম্বর: বছর শেষের দিনে সাত সকালে স্টেশন লাগোয়া জঙ্গল থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার । ঘটনাটি ঘটেছে রবিবার দক্ষিণ 24 পরগনা বারুইপুরের শাসন রেলস্টেশন এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই নিত্যযাত্রীরা নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য শাসন রেলস্টেশনে আসে এ দিন । সেই সময় কয়েকজন নিত্যযাত্রীরা শাসন রেললাইন লাগোয়া একটি জঙ্গলে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ দেখতে পায় । এরপর তড়িঘড়ি রেল পুলিশকে খবর দেওয়া হয় । খবর দেওয়া হয় বারুইপুর থানাতেও । ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারুইপুর হাসপাতালে পাঠানো হয়েছে ।
তবে সাতসকালে দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে । এ বিষয়ে নিত্যযাত্রী হরিপদ মণ্ডল বলেন, "প্রতিদিনের মতনই স্টেশনে ট্রেন ধরার উদ্দেশ্যে আমরা এসেছিলাম । সেসময় আমরা দেখতে পাই যে স্টেশন লাগোয়া এই জঙ্গলে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে । এরপর খবর দেওয়া হয় রেল পুলিশ ও বারুইপুর থানার পুলিশকে । পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে । আমাদের মনে হয়, এই ব্যক্তিটিকে খুন করা হয়েছে ।" নিত্যযাত্রীদের অনুমান অনুযায়ী ব্যক্তিকে খুন করা হয়েছে নাকি দুর্ঘটনা, তদন্ত নেমেছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ ।