ঢোলাহাট, 24 অক্টোবর: পাচার হয়ে যাওয়া এক মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আরও দুই নাবালিকা-সহ 5 জন মহিলাকে দিল্লির মদনপুর-খাদার এলাকার একটি বন্ধ ঘর থেকে উদ্ধার (Women Rescued) করল ঢোলাহাট থানার পুলিশ । ঘটনাস্থল থেকে গ্রেফতার হয়েছে পাচারকাণ্ডের (Women Trafficking) মূল পাণ্ডাকে ।
30 সেপ্টেম্বর আয়ার কাজ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ঢোলাহাট এলাকার এক গৃহবধূকে দিল্লিতে নিয়ে গিয়েছিল এলাকার দুই বাসিন্দা । তাদের মধ্যে একজন মহিলাও ছিল । অভিযোগ, সেখানে পৌঁছনোর পরই একটি ঘরের মধ্যে ওই গৃহবধূকে আটকে রাখা হয়। সেই ঘরে দুই নাবালিকা-সহ আরও পাঁচজন মহিলা আগে থেকেই আটকে ছিলেন । পরে ওই বধূ জানতে পারেন, আটকে থাকা সবাই ঢোলাহাট এলাকার বাসিন্দা । তাঁদের প্রত্যেককে দেহ ব্যবসার কাজে লাগানো হবে বলে জানায় অভিযুক্ত ।
আরও পড়ুন:Giant Bhola Fish : সুন্দরবনের নদীতে মানুষ সমান তেলে ভোলা, বিক্রি হল 50 লাখে
এরপরই পাচারকারীদের হাত থেকে পালানোর জন্য বুদ্ধি খাটান ওই গৃহবধূ । অভিযুক্ত পাচারকারীদের তিনি জানান, সন্তানদের জন্য মন খারাপ করছে তাই তিনি বাড়ি ফিরতে চান । কিন্তু প্রথমে রাজি না-হলেও পরে মহিলার কাতর অনুরোধে রাজি হয়ে যায় তারা । বাড়ি যাওয়ার জন্য ছাড় পাওয়ার পরই ওই মহিলা সোজা চলে যান পুলিশ স্টেশনে । সেখানে সম্পূর্ণ ঘটনার জানান তিনি ।