বাসন্তী, 22 এপ্রিল : লকডাউনে পানীয় জল পাচ্ছে না ৷ তাই আজ বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাল চোরা ডাকাতিয়া গ্রামের মহিলারা ৷ পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের তুলে দেয় ৷
গত 15 দিন ধরে বাসন্তীর চোরা ডাকাতিয়া গ্রামে পানীয় জলের টিউবওয়েল খারাপ হয়ে রয়েছে ৷ নদীর বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হওয়ায় গত দুই সপ্তাহ ধরে আশপাশের তিনটি টিউবওয়েলও অকেজো হয়ে পড়ে রয়েছে ৷ BDO-র তরফে টিউবওয়েল সারিয়ে দেওয়া হবে জানানো হলেও বাস্তবে তা হয়নি ৷ ফলে এলাকার বাসিন্দারা সমস্যায় পড়েছেন ৷ লকডাউনের জেরে পাশের গ্রামে জল আনতে গেলে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ ৷ তাই আজ সকাল 10টা থেকে পানীয় জলের দাবিতে হাঁড়ি, কলসি, বালতি নিয়ে অবরোধ করেন গ্রামের মহিলারা ৷