ঝড়খালী, 3 জানুয়ারি : যে রাঁধে সে চুলও বাঁধে । এতদিন ঘরের কাজ করতেন ঝড়খালির গীতা, চন্দনা, সুমিত্রারা ৷ বছরের প্রথম দিনে তাঁরাই মেতে উঠলেন ফুটবল খেলায় (Women of Sundarban are playing football ) ৷
কারও তিরিশ বছর, আবার কারও বয়স সত্তরের দোরগোড়ায় । এঁরা সবাই অজগাঁয়ের গৃহবধূ । এতদিন সুন্দরবনকে রক্ষা করতে ম্যানগ্রোভের চারা রোপণ করতেন, নদী বাঁধে মাটি দিয়ে বন্যার হাত থেকে গ্রামকে বাঁচিয়েছেন । এবার শাড়ি পরে নেমে পড়লেন ফুটবল মাঠে (House wives on Football Field) ৷