ঠাকুরপুকুর, 21 ফেব্রুয়ারি: আজ 21 ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এপার বাংলা ওপার বাংলাজুড়ে দিনভর ভাষা দিবস পালিত হয়েছে সাড়ম্বরে। করোনা আবহে উৎসবের বহর কমলেও তাতে বাঙালি আবেগে কোনও ঘাটতি পড়েনি ৷
ভাষা দিবস পালিত হল ঠাকুরপুকুরেও ৷ এলাকার বিশিষ্টদের পাশাপাশি সাধারণ মানুষও সামিল হলেন ‘অমর একুশে’র আয়োজনে ৷ ভাষা দিবস উপলক্ষে তৈরি করা হয়েছিল শহিদ বেদি। ভাষা শহিদদের স্মরণে জাতীয় সড়কের উপর 110 ফুট রাস্তাজুড়ে আলপনা দেয় মহিলারা । নানা রঙের আলপনার সঙ্গেই রঙ্গোলির ধাঁচে দেওয়া হয় ফুলের আলপনা ৷ লাল পাড় সাদা শাড়ি পরে অনুষ্ঠানে অংশ নেন এলাকার মহিলারা ৷