পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় যুবতিকে খুন? গ্রেপ্তার স্বামী - murder

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে যুবতিকে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । গ্রেপ্তার স্বামী ।

মৃত যুবতি

By

Published : Nov 14, 2019, 8:40 PM IST

বিষ্ণুপুর, 14 নভেম্বর : যুবতিকে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । মৃতের নাম জয়ন্তী মণ্ডল (32) । ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের । অভিযুক্ত মেঘনাদ মণ্ডলকে গ্রেপ্তার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ ।

জানা গেছে, বিষ্ণুপুরের বাসিন্দা জয়ন্তীর সঙ্গে ওই এলাকারই মেঘনাদের বিয়ে হয় 13 বছর আগে । তাদের দু'টি কন্যাসন্তান রয়েছে । জয়ন্তীর পরিবারের অভিযোগ, মেঘনাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল । যার জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত । জয়ন্তীকে মারধরও করত মেঘনাদ । গতকালও একই বিষয় নিয়ে ঝগড়া হয় ৷ অভিযোগ, ঝগড়ার পর জয়ন্তীকে খুন করে ঝুলিয়ে দেয় মেঘনাদ । আজ সকালে মেঘনাদের ঘর থেকে জয়ন্তীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, জয়ন্তীর পরিবারের তরফে বিষ্ণুপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয় ৷ তার ভিত্তিতে মেঘনাদকে গ্রেপ্তার করা হয় । তবে এটা আত্মহত্যা না খুন তা খতিয়ে দেখা হচ্ছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details