পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোনারপুরে প্রেমিকাকে বিষ খাইয়ে খুনের অভিযোগ - woman intoxicated

সোনারপুরে প্রেমীকাকে বিষ খাইয়ে খুন করার অভিযোগ যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই ওই যুবক পলাতক ।

প্রেমিকাকে বিষ খাইয়ে খুন

By

Published : Jun 7, 2019, 3:15 PM IST

Updated : Jun 7, 2019, 3:29 PM IST

সোনারপুর, 7 জুন : প্রেমিকাকে বিষ খাইয়ে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে । ঘটনায় প্রেমিক ও তাঁর বাবা এবং মায়ের বিরুদ্ধে বিষ খাওয়ানোর অভিযোগ দায়ের করা হয়েছে সোনারপুর থানায় ৷ ঘটনার পর থেকেই প্রেমিক পলাতক ৷ উত্তেজিত জনতা প্রেমিকের বাড়ি ভাঙচুর করে ৷ তার খোঁজে তল্লাশি পুলিশের ৷ তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করছে পুলিশ ৷

সোনারপুর থানা এলাকার চৌহাটির যুবক মানস মণ্ডলের সাথে প্রণয়ের সম্পর্ক ছিল পাশের বাড়ির যুবতি পল্লবী মণ্ডলের ৷ প্রায় ৫-৬ বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল বলে জানা গেছে ৷ সম্প্রতি পল্লবীর বিয়ে ঠিক হয় ৷ চলতি মাসেই তাঁর ম্যারেজ রেজিস্ট্রি হওয়ার কথা ছিল ৷

পল্লবীর পরিবার সুত্রে জানা গেছে, গতকাল দুপুর দুটো নাগাদ পরিবারের সকলের সাথে খাওয়া-দাওয়া করেন পল্লবী ৷ এরপর পর বোনের সাথে বাড়ির সামনে আমবাগানে গিয়েছিলেন ৷ কিছুক্ষণ পর বাড়িতে ফিরে আসেন ৷

পল্লবীর পরিবারের অভিযোগ, তাঁকে ফোন করে আমবাগানে ডাকে মানস ৷ সেখানেই মানস তাঁকে জোর করে বিষ খাওয়ায় বলে অভিযোগ ৷ ঘটনার পর বাড়িতে ফিরে অসুস্থ বোধ করেন পল্লবী। তাঁকে নিয়ে যাওয়া হয় সুভাষগ্রাম হাসপাতালে ৷ অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর ৷

এদিকে মানসের মা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য , "বিষ তো পল্লবীর বাড়িতে ছিল । তার বাবা চাষের জন্য এনেছিল । আমার ছেলে পাবে কোথা থেকে। মেয়েটার বিয়ে ঠিক হয়েছে। এনিয়ে পল্লবীর সঙ্গে তার ভাইয়ের ঝামেলা হয় । তারপর পল্লবী বিষ খায়। পুরো দোষ আমার ছেলের উপর দিয়ে দেয় । ওরা কেউ আমার ছেলেকে সহ্য করতে পারে না। আমার ছেলে পড়াশোনা করছে । বিভিন্ন কম্পিটিশনে বসছে ওর সময় কোথায় মেয়েটাকে ব্ল্যাকমেল করবে । "

Last Updated : Jun 7, 2019, 3:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details