রায়দিঘি, 22 নভেম্বর : চাকরির প্রতিশ্রুতি দিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে । রায়দিঘির সুধীরহাট এলাকার ঘটনা । অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার দীনবন্ধু হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
চাকরির টোপ দিয়ে মহিলাকে ধর্ষণ, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার - রায়দিঘির সুধীরহাট এলাকার ঘটনা
চাকরির প্রতিশ্রুতি দিয়ে মহিলাকে ধর্ষণ। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছে রায়দিঘি থানার পুলিশ ।
নির্যাতিতার অভিযোগ, চাকরির টোপ দিয়ে দিনের পর দিন তাঁকে ধর্ষণ করেছে অভিযুক্ত । কিন্তু চাকরি দেওয়ার নাম করছিল না । প্রতারিত হয়েছেন বুঝতে পেরে শেষমেশ থানায় অভিযোগ দায়ের করেন । তবে অভিযুক্ত যুবকের পরিবারের দাবি, মহিলা সিভিক ভলান্টিয়ারের কাছে প্রচুর টাকা পয়সা নিয়েছে । এখন তা ফেরতের চেষ্টা করে ফাঁসাতে চাইছে।
অভিযোগের ভিত্তিতে সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছে রায়দিঘি থানার পুলিশ । ডায়মন্ডহারবার আদালতে অভিযুক্তকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে ।