বাসন্তী, 15 অক্টোবর : বাসন্তী থানার রাধারানিপুর গ্রামে এক মহিলাকে সোমবার গভীর রাতে কুপিয়ে খুন করা হয় । তাঁর নাম সুলতা পোইরা । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তাঁকে খুন করা হয়েছে । পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত সুদর্শন মণ্ডল নামে এক ব্যক্তিকে আটক করেছে ।
বাসন্তীতে মহিলার দেহ উদ্ধার, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন ? - north 24 paraganas
বাসন্তী থানার রাধারানিপুর গ্রামে এক মহিলাকে কুপিয়ে খুন করা হয় । তাঁর নাম সুলতা পোইরা । পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তাঁকে খুন করা হয়েছে । সুদর্শন মণ্ডল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে ।
সুলতার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মৈপিঠ কোস্টাল থানার বিনোদপুরে। তাঁর স্বামীর নাম দুলাল পোইরা । তিনি কর্মসূত্রে কেরলে থাকেন । স্থানীয় সূত্রে জানা গেছে, বছর দেড়েক আগে স্বামীর ঘর ছেড়ে তিনি রাধারানিপুর গ্রামে সুদর্শন মণ্ডলের সঙ্গে থাকতে শুরু করেন । সুদর্শন ওরফে হারু বিবাহিত । সুলতার সম্পর্ক সুদর্শনের স্ত্রী মানসী ও তাঁর পরিবারের লোকজন মেনে নেয়নি । বিষয়টি প্রায়ই পরিবারে অশান্তি হত । সোমবার গভীর রাতে সুলতাকে কুপিয়ে খুন করা হয় । এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে মানসী ও তাঁর ছেলের উপর । ঘটনার পর থেকেই তাঁরা ফেরার ।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে । ইতিমধ্যে সুদর্শনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ । মানসী ও তাঁর ছেলের খোঁজে তল্লাশি চলছে । এদিকে, সুলতার মেয়ের দাবি, তাঁর মায়ের সঙ্গে কারও সম্পর্ক ছিল না।