পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার স্বামী, দেওর - nadiyal

যুবতিকে পুড়িয়ে খুনের অভিযোগ। অভিযুক্ত স্বামী ও দেওরকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামী রবিন কর্মকার ও তার ভাইকে আজ আলিপুর আদালতে তোলা হয়।

যুবতিকে পুড়িয়ে খুনের অভিযোগ

By

Published : Mar 11, 2019, 11:55 PM IST

নাদিয়াল (দক্ষিণ ২৪ পরগনা), ১১ মার্চ : যুবতিকে পুড়িয়ে খুনের অভিযোগ। অভিযুক্ত স্বামী ও দেওরকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামী রবিন কর্মকার ও তার ভাইকে আজ আলিপুর আদালতে তোলা হয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নাদিয়ালে।

শুক্লা ঘোষ কর্মকারের সঙ্গে বছর চারেক আগে বিয়ে হয়েছিল রবিন কর্মকারের। তাঁর সাড়ে তিন বছরের একটি মেয়েও রয়েছে। যুবতির পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শুক্লার উপর অত্যাচার চালাত তাঁর স্বামী ও দেওর। বাপের বাড়ি থেকে টাকা চেয়ে আনার জন্য চাপও দিত। কিন্তু শুক্লার বাবা পেশায় দিনমজুর। তাই বারবার বাবাকে টাকার কথা বলতেন না শুক্লা। শুক্লার মৃত্যুর খবর পেয়ে আসেন তাঁর বাড়ির লোক। নাদিয়াল থানায় তাঁর স্বামী ও দেওরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার তদন্ত করছে নাদিয়াল থানার পুলিশ। ময়নাতদন্তের পর আজ মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

ABOUT THE AUTHOR

...view details