পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kalbaishakhi Death : ঝড়ের মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু মহিলার, আহত স্বামী - Woman died due to Kalbaishakhi in South 24 Parganas

কালবৈশাখীর তাণ্ডবে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু মহিলার । গুরুতর জখম তাঁর স্বামীও । মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া সন্দেশখালিতে (Kalbaishakhi Death at Sandeshkhali)।

South 24 Parganas Storm Death
ঝড়ের মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু মহিলার, আহত স্বামী

By

Published : May 22, 2022, 1:47 PM IST

সন্দেশখালি, 22 মে : কালবৈশাখী ঝড়ের বলি 1 ৷ শনিবার বিকালের কালবৈশৈখী ঝড়ে দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মহিলার স্বামী ৷ সন্দেশখালির ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া (Kalbaishakhi Death at Sandeshkhali) ৷

শনিবার সন্ধ্যা হতেই কালবৈশাখীর তাণ্ডব শুরু হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি । ব্যতিক্রম ছিল না বসিরহাট মহকুমাও । ঝড়-বৃষ্টির তাণ্ডব শুরু হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির মাটির দেওয়াল । তাতেই চাপা পড়েন নমিতা মণ্ডল নামে বছর 46-র ওই মহিলা । তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন মহিলার স্বামী প্রশান্ত । দু'জনকেই স্থানীয়রা উদ্ধার করে সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । সেখানেই চিকিৎসকরা নমিতা-কে মৃত বলে ঘোষণা করেন । তাঁর স্বামী প্রশান্ত মণ্ডল সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন: Death due to Storm : ঝড়ের বলি আরও 1, কৃষ্ণনগরে গাছ ভেঙে পড়ে মৃত প্রৌঢ়

ওই দম্পতি সন্দেশখালির খুলনা পঞ্চায়েতের হাটগাছা গ্রামের বাসিন্দা । ঘটনার আগে ওই মহিলা বাড়ির বারান্দায় বসে ছিলেন বলে জানা গিয়েছে । তখনই মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে । ঘটনার জেরে এলাকায় নেমেছে শোকের ছায়া ৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য ৷ শোকস্তব্ধ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় পঞ্চায়েত ।

ABOUT THE AUTHOR

...view details