পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চোর সন্দেহে মহিলাকে পিটিয়ে খুন ভাঙড়ে, গ্রেপ্তার 4

অভিযুক্ত যুবক মহিবুল মোল্লার বাড়ি ভাঙচুর হতে পারে, সে আশঙ্কায় পুলিশ রাতেই গ্রামে ঢোকে । পুলিশকে দেখে আরও উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা । পরে পুলিশি আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় ।

death
death

By

Published : Oct 17, 2020, 10:47 AM IST

Updated : Oct 17, 2020, 12:07 PM IST

ভাঙড়, 17 অক্টোবর : চোর সন্দেহে মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ । মৃতার নাম সুফিয়া বিবি (35) । মারধরে গুরুতর আহত হয়েছেন মৃতের শওহর আলি হোসেন মোল্লাও । সুফিয়ার মৃত্যুর খবর আসতেই ক্ষোভে ফেটে পড়েন ভাঙড়ের বাসিন্দারা । পুলিশ অভিযুক্তের শাস্তির আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ভাঙড়ের কাশীপুর থানার চিনেপুকুর গ্রামে বাসিন্দা সুফিয়া । ওই এলাকারই যুবক মহিবুল মোল্লা । গত দুপুরে সে বাড়িতে ডেকে নিয়ে যায় আলি হোসন মোল্লাকে । চোর সন্দেহে প্রচণ্ড মারধর করা হয় বলে অভিযোগ । স্থানীয়রা জানিয়েছেন, পরে আলি হোসেনের বিবি সুফিয়াকেও ব্যাপক মারধর করে অভিযুক্ত । খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থানে যায় । দু'জনকে উদ্ধার করে ।

আলি হোসেন এবং সুফিয়াকে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । চিকিৎসকরা তাঁদের কলকাতা আর জি কর হাসপাতালে পাঠান । সেখানেই সুফিয়ার মৃত্যু হয় ।

গত রাতে এলাকায় মৃত্যুর খবর আসে । ক্ষোভে ফেটে পড়েন এলাকার সাধারণ মানুষ । দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান ।

কী পরিস্থিতি ঘটনাস্থানে ?

প্রশাসন সূত্রে খবর, এই ঘটনায় পুলিশ মহিবুল মোল্লা সহ 4 জনকে গ্রেপ্তার করেছে । শুরু হয়েছে তদন্ত । গ্রামবাসীদের দাবি, আলি হোসেন নেশা করেন । কিন্তু তিনি কোনওভাবে চুরির সঙ্গে যুক্ত নন । তবুও তাঁদের অন্যায়ভাবে মারধর করা হয়েছে । ন্যায় বিচারের দাবিতে জোট বদ্ধ হয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান।

মহিবুল মোল্লার বাড়ি ভাঙচুর হতে পারে, সে আশঙ্কায় পুলিশ রাতেই গ্রামে ঢোকে । পুলিশকে দেখে আরও উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা । পরে পুলিশি আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় । এই ঘটনায় কাশীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ।

Last Updated : Oct 17, 2020, 12:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details