পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"আগুনে পুড়িয়ে মারব", ভয়ঙ্কর খেলার হুঁশিয়ারি শওকত মোল্লার - winner of canning purba seat saokat molla

ভোটের ফলাফল প্রকাশ হতেই রাজ্যজুড়ে সন্ত্রাসের আবহ ৷ একই পরিস্থিতি দক্ষিণ 24 পরগনার ক্যানিং, ভাঙড় সহ বিভিন্ন এলাকা ৷ খুন, লুটপাট, বাড়ি ভাঙচুর চলছে ৷ তবে এর পিছনে ক্যানিং পূর্বের বিজয়ী প্রার্থী শওকত মোল্লার ইন্ধন দেখতে পাচ্ছেন অনেকেই ৷

ভয়ঙ্কর 'খেলা'র হুঁশিয়ারি শওকত মোল্লার
ভয়ঙ্কর 'খেলা'র হুঁশিয়ারি শওকত মোল্লার

By

Published : May 4, 2021, 12:59 PM IST

Updated : May 4, 2021, 4:05 PM IST

ক্যানিং, 4 মে : কোনও রাখঢাক নেই ৷ একেবারে প্রকাশ্যে আইএসএফ এবং বিজেপি কর্মীদের পুড়িয়ে মারার হুমকি দিলেন ক্যানিং পূর্বের তৃণমূলের বিজয়ী প্রার্থী শওকত মোল্লা ৷ বললেন, "ইঞ্চিতে ইঞ্চিতে জবাব নেব ৷ আগামীকাল থেকে ভয়ঙ্কর খেলা শুরু হবে ৷"

ভোটের ফলাফল প্রকাশ হতেই রাজ্যজুড়ে সন্ত্রাসের আবহ ৷ একই পরিস্থিতি দক্ষিণ 24 পরগনার ক্যানিং, ভাঙড় সহ বিভিন্ন এলাকা ৷ খুন, লুটপাট, বাড়ি ভাঙচুর চলছে ৷ তবে এর পিছনে ক্যানিং পূর্বের বিজয়ী প্রার্থী শওকত মোল্লার ইন্ধন দেখতে পাচ্ছেন অনেকেই ৷ কারণ রবিবার জয় নিশ্চিত হওয়ার পর ভোট গণনা কেন্দ্রের বাইরে ক্যামেরার সামনে বিপক্ষকে দেখে নেওয়ার হুমকি দেন শওকত মোল্লা ৷ তিনি বলেন, "ভাঙড়ে যারা আগুন জ্বালানোর চেষ্টা করছিল তাদের আগুনে পুড়িয়ে মারা হবে ৷ এবার শুরু হবে ভয়ঙ্কর খেলা ৷" বিজয়ী প্রার্থীর এমন মন্তব্যের পর ক‍্যানিং পূর্ব সহ ভাঙড়ের বিভিন্ন এলাকায় লুটপাট, ভাঙচুর চলে ।

আরও পড়ুন : দিনহাটায় রাজনৈতিক সংঘর্ষে মৃত বিজেপি কর্মী

দক্ষিণ 24 পরগনায় বিপুলভাবে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস । অভিযোগ, তারপর থেকে আইএসএফ এবং বিজেপি কর্মীদের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় । বেশ কিছু এলাকায় বাজারের মধ্যে দোকান লুটপাট, পার্টি অফিস দখল করা হয়েছে ৷ ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, সোনারপুর বারুইপুর সর্বত্রই সন্ত্রাসের ছবি ।

বাদ যায়নি বাসন্তী, গোসাবা এলাকা ৷ গোসাবার বেশকিছু বাড়িতে ভাঙচুর চালিয়েছে তৃণমূল, এমনই অভিযোগ বিজেপির পরাজিত প্রার্থী বরুণ প্রামাণিকের । মূলত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এজেন্ট ও কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয় । বাদ যায়নি বিজেপি কর্মীর বাড়িও । এর জেরে বহু বিজেপি কর্মী সমর্থক, সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থী সহ কর্মী-সমর্থকরা গ্রাম ছাড়া । তবে অভিযোগের কথা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ।

Last Updated : May 4, 2021, 4:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details