পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আর সাগরে যাব না, বললেন বেঁচে ফেরা ট্রলারের মৎস্যজীবী - Death

খারাপ আবহাওয়া ও ঝড়ের তাণ্ডবে বঙ্গোপসাগরে ডুবে গেছে চারটি ট্রলার । ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন কয়েকজন মৎস্যজীবী । বাড়ি ফিরে নিজের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন এক মৎস্যজীবী ।

অমল দাস

By

Published : Jul 9, 2019, 6:51 AM IST

সাগর, 9 জুলাই : ভাগ্যক্রমে ফিরে এসেছেন মৃত্যুমুখ থেকে । যে বঙ্গোপসাগর ছিল ভরসা-আয়ের উৎস, এক লহমায় সেই সাগরই হয়ে উঠেছে মৃত্যুর প্রতিচ্ছবি । বেঁচে ফিরে প্রতিজ্ঞা করেছেন, আর কখনও সমুদ্রে মাছ ধরতে যাবেন না ।

দীর্ঘদিন ধরে ট্রলারে চেপে সমুদ্রে মাছ ধরছেন অমল দাস । মাছ ধরে নির্বিঘ্নেই ফিরে এসেছেন । এবারও অন্যদের সঙ্গে শুক্রবার বঙ্গোপসাগরে পাড়ি দিয়েছিলেন অমল । ছিলেন এফ বি দশভূজা ট্রলারে । কিন্তু ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে তা কল্পনাও করতে পারেননি । খারাপ আবহাওয়া ও ঝড়ের তাণ্ডবে তাঁদের চারটি ট্রলার বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে । উপকূলে ফেরার সময় বাংলাদেশের হাঁড়ভাঙা চরে ধাক্কা লেগে ডুবে যায় ট্রলারগুলি । মোট 61 জন মৎস্যজীবী ছিলেন । এখনও পর্যন্ত 34 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে । এফ বি দশভূজা ট্রলারের 6 জন গতকাল বাড়ি ফিরে আসেন । পরিবারকে সামনে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তাঁরা ।

কী হয়েছিল ঠিক সেদিন ? অমল বলেন, "শুক্রবার বাড়ি থেকে বেরিয়ে পরদিন সাগরে জাল ফেলেছিলাম । জাল টানতে টানতে রাত হয়ে গেছিল । রাতের দিক প্রবল বেগে হাওয়া বইতে থাকে । উপকূলের দিকে আসার চেষ্টা করছিলাম । কিন্তু পারিনি । এরপর বাংলাদেশের দিকে ঢুকে পড়েছিলাম । আমাদের ট্রলার চরায় উলটে যায় । আমরা 6 জন সাঁতার কেটে অন্য একটি ট্রলারে উঠেছিলাম । "

এই সংক্রান্ত আরও খবর :ঝড়ের তাণ্ডবে বঙ্গোপসাগরে ডুবল 4টি ট্রলার, নিখোঁজ অনেকে

আর বাকিরা ? অমল জানান, অন্য মৎস্যজীবীদের তাঁরা দেখতে পাননি । তবে এটাও জানান যে, বাকিদের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই । অমলের কথায়, "মনে হয় (বাকি মৎস্যজীবীরা) বেরোতে পারবে না । ওখানে চরা পড়ে গেছে । ট্রলার চেপে গেছে । ট্রলার ভেঙে যদি বেরোতে পারে...! "

পেটের দায়ে মন থেকে এই আতঙ্ক সরিয়ে কি ফের সমুদ্রে মাছ ধরতে যাবেন ? অমল বলেন, "না । আর যাব না ।" তাহলে খাবেন কী ? বঙ্গোসাগরের রুদ্রমূর্তি দেখা অমলের জবাব, "কোনওরকম ভাবে চালাতে হবে । কিন্তু সাগরে আর নয় ।"

ABOUT THE AUTHOR

...view details