গঙ্গাসাগর, 23 জুন:পঞ্চায়েত ভোটের আগেই জয়ী সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার স্ত্রী নমিতা দাস হাজরা ৷ দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের 101 নম্বর বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন তৃণমূলের প্রার্থী ৷ শুক্রবার তাঁকে বিজয়ী ঘোষণা করে তাঁর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে বিডিও অফিসের পক্ষ থেকে ৷
আগামী 8 জুলাই সারা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব সেরে ফেলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ৷ এমনকী মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমাও পেরিয়ে গিয়েছে । হাতে সময় অল্প রয়েছে, তাই সব রাজনৈতিক দলের প্রার্থী জোরকদমে নেমে পড়েছে ভোটের প্রচারে । এরই মধ্যে শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের আগেই জয়লাভ করলেন দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের 101 নং বুথের তৃণমূল প্রার্থী নমিতা দাস হাজরা । তিনি সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার স্ত্রী ।
গত নির্বাচনে 101 নং বুথ থেকেই জিতেছিলেন তিনি । এ বারও এই বুথ নিজের দখলে রাখলেন নমিতা দাস হাজরা । শুক্রবার তাঁকে বিজয়ী ঘোষণা করে সার্টিফিকেট দেয় বিডিও অফিস । বিজয়ী ঘোষিত হওয়ার পর এ দিন সবুজ আবির খেলায় মাতেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ।