পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিবাহবহিভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে খুনের অভিযোগ - খুন

সেলিমা বিবির পরিবার সূত্রে খবর, পাঁচ বছর আগে নাঙলা গ্রামের বাসিন্দা নূর আলম মোল্লার সঙ্গে সেলিমা বিবির বিয়ে হয়। কিন্তু বিয়ের পর জানা যায়, আগে তাঁর আরও দু'টি বিয়ে হয়েছিল। সেলিমা বিবি তাঁর তৃতীয় স্ত্রী।

kill
প্রতীকী ছবি

By

Published : Apr 21, 2021, 6:39 PM IST

কাশীপুর, 21 এপ্রিল : বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । মৃতের নাম সেলিমা বিবি ৷ ঘটনাটি ভাঙড়ের কাশীপুর থানার নাঙলা গ্রামে। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় অভিযুক্ত স্বামী এবং শাশুড়িকে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। পলাতক শ্বশুর ৷ তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

সেলিমা বিবির পরিবার সূত্রে খবর, পাঁচ বছর আগে নাঙলা গ্রামের বাসিন্দা নূর আলম মোল্লার সঙ্গে সেলিমা বিবির বিয়ে হয়। কিন্তু বিয়ের পর জানা যায়, আগে তাঁর আরও দু'টি বিয়ে হয়েছিল। সেলিমা বিবি তাঁর তৃতীয় স্ত্রী।

আরও পড়ুন- বিক্ষোভ থামাতে আড়াই লক্ষ মানুষের উপর হামলা চালিয়েছে জুন্টা

বিয়ের পরে সেই ঘটনা জানার পরও সেলিমা বিবি সংসার করছিলেন । কিন্তু বর্তমানে নূর আলম মোল্লা স্থানীয় আরও এক মহিলার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই ঘটনা সেলিমা জানতে পারায় প্রতিবাদ করেন। এই নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে অশান্তি হত।

গতরাতেও শুরু হয় অশান্তি ৷ অভিযোগ, এর মধ্যেই সেলিমাকে পিটিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। খবর পেয়ে তাঁর বাপের বাড়ির সদস্যরা গিয়ে মৃতদেহ দেখতে পান। এরপর খবর দেওয়া হয় কাশীপুর থানায় ৷ তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

দেখুন ভিডিয়ো

লিখিত অভিযোগের ভিত্তিতে সেলিমার স্বামী নূর আলম মোল্লা এবং শাশুড়ি লালবানু বিবিকে গ্রেফতার করা হয়েছে ৷ আগামীকাল তাঁদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

ABOUT THE AUTHOR

...view details