পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডায়মন্ড হারবারে স্টেশন মাস্টার খুনে গ্রেপ্তার স্ত্রী ও তার প্রেমিক - Station Master murder case in Diamond Harbor

ডায়মন্ড হারবারে স্টেশন মাস্টার খুনের ঘটনায় গ্রেপ্তার স্ত্রী ও তার প্রেমিক । ধৃতদের নাম সোনালি কুমারী ও আরশাদ জলিল ৷ ধৃতরা জেরায় খুনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ ।

ধৃত ২...

By

Published : Nov 16, 2019, 12:49 PM IST

Updated : Nov 16, 2019, 2:05 PM IST

ডায়মন্ড হারবার, 16 নভেম্বর : ডায়মন্ড হারবারে স্টেশন মাস্টার খুনের ঘটনায় গ্রেপ্তার স্ত্রী ও তার প্রেমিক । ধৃতদের নাম সোনালি কুমারী ও আরশাদ জলিল । মৃতের স্ত্রীর সোনালি কুমারীর সঙ্গে আরশাদ জলিলের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ । ধৃত ওই ব্যক্তির বাড়ি বিহারের মুঙ্গের এলাকায় । পুলিশ জানিয়েছে, জেরায় খুনের কথা স্বীকার করেছে ধৃতরা ।

11 নভেম্বর দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের রায়নগর এলাকায় একটি রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় । জানা যায়, মৃত ব্যক্তির নাম নির্মল কুমার । ডায়মন্ড হারবারের অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের পদে চাকরি করতেন তিনি । বাড়ির সামনের একটি নর্দমার মধ্যে থেকেই উদ্ধার হয় দেহটি । ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার মৃতের স্ত্রী সোনালি কুমারী ও তার প্রেমিক আরশাদ জলিলকে গ্রেপ্তার করে পুলিশ ।

মৃতদেহ উদ্ধারের পর গলায় ফাঁসের চিহ্ন দেখে সন্দেহ হয় পুলিশের । দেহটিকে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য । ময়নাতদন্তের রিপোর্টে নির্মলবাবুকে খুনের তথ্য উঠে আসে । খুনের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ । তদন্তের স্বার্থে দুটি দল তৈরি করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ । পুলিশের বক্তব্য, খুনের পর প্রমাণ লোপাটের চেষ্টা করে অভিযুক্তরা । খুনকে দুর্ঘটনা বলে প্রমাণ করার জন্য দেহ এনে নর্দমার মধ্যে ফেলে দেওয়া হয় । কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে তা ধরা পড়ে যায় ।

দেখুন ভিডিয়ো...

মৃতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত । তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃতের স্ত্রী সোনালি কুমারীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এরপর সোনালির প্রেমিক আরশাদকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । জিজ্ঞাসাবাদে খুন করার কথা স্বীকার করে অভিযুক্তরা ।
পুলিশ সুপার ভোলানাথ পান্ডে বলেন, এই খুনের পিছনে আর কেউ জড়িত আছে কি না, তা নিয়ে তদন্ত করছে পুলিশ ।

Last Updated : Nov 16, 2019, 2:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details