ফলতা (দক্ষিণ 24 পরগনা), 17 মে : স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে ফলতা থানা এলাকার ফতেপুরের রামনগর গ্রামে ৷
বাঁশের আঘাতে খুন স্বামী, গ্রেফতার স্ত্রী - গ্রেফতার স্ত্রী
গতকাল রাত্রে পারিবারিক বিবাদের জেরে স্ত্রী জয়ন্তী মণ্ডল স্বামী সুবীর মণ্ডলকে বাঁশ দিয়ে মারধর করে ।
মৃত যুবকের নাম সুবীর মণ্ডল (31) । জানা গিয়েছে, স্বামী সুবীর মণ্ডল ও স্ত্রী জয়ন্তী মণ্ডল দুজনেই মূক ও বধির । তাঁদের তিন বছরের একটি সন্তান রয়েছে । গতকাল রাত্রে পারিবারিক বিবাদের জেরে স্ত্রী জয়ন্তী মণ্ডল স্বামী সুবীর মণ্ডলকে বাঁশ দিয়ে মারধর করে । এরপর অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সুবীর । পরে ভোররাতের দিকে স্ত্রী জয়ন্তী পরিবারের সদস্যদের ডাকাডাকি করেন । পরিবারের লোকজন সুবীরকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা জানান তিনি মৃত ।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । এই ঘটনায় সুবীর মণ্ডলের পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে । অভিযোগের ভিত্তিতে স্ত্রী জয়ন্তী মণ্ডলকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ ।