মগরাহাট, 25 ডিসেম্বর: দীর্ঘ 20 মাস পর, গত সপ্তাহেই খুলেছে স্কুল (Schools Reopens in West Bengal) । কোভিড পরিস্থিতিতে স্কুলের পরিকাঠামো ফেরানোর কাজ চলছে সর্বত্র । এমন অবস্থায় মগরাহাটে স্কুল পরিদর্শনে গিয়ে ছাত্রছাত্রীদের ক্লাস নিলেন খোদ বিডিও-ই (BDO Becomes Teacher for a Day) । তাঁকে ওই ভূমিকায় দেখে চমকে ওঠেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়ারাও । তবে সে সবে অস্বস্তি বোধ করা তো দূর, বরং একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের মনোযোগ সহকারে করোনা ভাইরাস এবং জলবায়ু পরিবর্তনের (Effects of Climate Change) গুরুত্ব বোঝান বিডিও ।
বৃহস্পতিবার দুপুরে মগরাহাটের হাঁসুড়ি হাইস্কুলের পরিকাঠামো খতিয়ে দেখতে যান মগরাহাট ২ নম্বর ব্লকের বিডিও শেখ আবদুল্লা । প্রথমে প্রধান শিক্ষক রণজিৎ হালদারের সঙ্গে কথা বলেন তিনি । তার পর ঘুরে ঘুরে স্কুলের পরিকাঠামো দেখতে শুরু করেন । মিড ডে মিল-এর খাবারের মানও খতিয়ে দেখেন । কোভিড বিধি মেনে পঠন-পাঠন চলছে কি না, সে নিয়ে কথা বলেন ।
আরও পড়ুন: protesting teachers join trinamool congress : তৃণমূলে যোগ দিলেন প্রতিবাদী শিক্ষক-শিক্ষিকারা