পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fuel Crisis : এক মাসে দ্বিতীয়বার, ধর্মঘটে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন

রাজ্যজুড়ে অধিকাংশ পেট্রল পাম্প আজ বন্ধ রয়েছে ৷ ধর্মঘট ডেকেছে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন ৷ বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন সাধারণ যাত্রীরা ৷

By

Published : Aug 31, 2021, 3:09 PM IST

ধর্মঘটে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন
ধর্মঘটে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন

বারুইপুর, 31 অগস্ট : একমাসে দ্বিতীয়বার ধর্মঘট করল ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন । অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন ইন্ডিয়ান অয়েলের ডিপোয় কাজ বন্ধ । পাশাপাশি আজ সকাল 6টা থেকে বন্ধ রাজ্যের অধিকাংশ পেট্রল পাম্প ৷ রাত 12টা পর্যন্ত বন্ধ থাকবে ৷ পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও তেলে প্রচুর পরিমাণে ইথাইল মেশানোর প্রতিবাদে রাজ্যের পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন এই ধর্মঘটের ডাক দিয়েছে । তবে এর ফলে নাজেহাল সাধারণ মানুষ ৷

যাত্রী কৃষ্ণেন্দু সেনশর্মা জানালেন, কোভিডের কারণে পরিবহণ সমস্যা চলছে রাজ্যজুড়ে ৷ ট্রেনে, বাসে কোথাও সহজে যাওয়া যাচ্ছে না এখন ৷ তাই ব্যক্তিগত বাইক, স্কুটার নিয়ে যাতায়াত করতে হচ্ছে ৷ এই ধর্মঘটের ফলে পেট্রল পাম্পে যেটুকু তেল রয়েছে তাই দিয়ে এখন কাজ চললেও, সেই তেল ফুরিয়ে গেলে সাধারণ মানুষ চরম দুর্দশার সম্মুখীন হবে ৷

আরেক অফিসযাত্রী অভিজিৎ শীল পেট্রল পাম্পে তেল ভরতে এসে বললেন, "অফিস তো যেতেই হবে ৷ না হলে চলবে না ৷" শেষ মুহূর্তে তেল ভরে নিলেন তিনি ৷ কিন্তু অতিরিক্ত তেল মজুত করা তাঁর পক্ষে সম্ভব নয় বলে জানালেন তিনি ৷ তাই এই তেল ফুরিয়ে গেলে অফিস যাওয়া বন্ধ হয়ে যাবে বলে দুশ্চিন্তা প্রকাশ করলেন তিনি ৷

আরও পড়ুন : Petrol Pump Strike : রাজ্য জুড়ে আগামী 24 ঘণ্টা বন্ধ থাকবে প্রায় আড়াই হাজার পেট্রল পাম্প

চলতি মাসের গোড়াতেই ধর্মঘটে নেমেছিল সংগঠন । পরে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের লিখিত আশ্বাসে ধর্মঘট তুলে নেয় সংগঠন । অ্যাসোসিয়েশনের অভিযোগ, এর আগে ধর্মঘট মেটানোর সময় ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ যে সব প্রতিশ্রুতি দিয়েছিল, তার বেশিরভাগ মানা হয়নি । পরিবহণ খরচ বাড়ানোর দাবিতে এই ধর্মঘটে নামা ট্যাঙ্কার মালিক সংগঠনের দাবি, ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি না রাখায় এই ধর্মঘটের পথ বেছে নিতে হয়েছে ৷

ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকাল ধর্মঘটে বিপাকে সাধারণ মানুষ

দক্ষিণ 24 পরগনা বারুইপুর-সহ রাজ্যের আরও জেলার বেশ কিছু পেট্রল পাম্প খোলা রয়েছে ৷ তাদের তেলের স্টক শেষ হয়ে গেলে পেট্রল পাম্প বন্ধ করে দিতে হবে বলে জানিয়েছেন পেট্রল-পাম্প মালিকেরা । এর মধ্যে বেশ কিছু পেট্রল পাম্পে এসে তেল না পাওয়ায় হয়রানির শিকার হচ্ছে পরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষেরা ৷ পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মতো তেল মজুত করতে পেট্রলপাম্পের সামনে লম্বা লাইন বহু মানুষের । আগামী দিনে পরিবহণের সঙ্গে যুক্ত সব ব্যবস্থাই চরম সঙ্কটের মধ্যে পড়তে চলেছে ৷

ABOUT THE AUTHOR

...view details