দক্ষিণ 24 পরগনা , 22 মার্চ: রাজ্যের সমস্ত সরকারি স্কুলে একই রংয়ের পোশাক । পছন্দের রং নয়, এবার থেকে স্কুলের পোশাক হবে নীল-সাদা (Biswa Bangla logo in School Uniform) ৷ সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে ৷ সেই পোশাক দেবে সরকার ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছের কথা মাথায় রেখে এবার প্রস্তুতি শুরু হল । রবিবার সমগ্র শিক্ষা মিশনের তরফে নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলি তৈরি করবে এই পোশাক । পোশাক ও ছাত্র-ছাত্রীদের ব্যাগের উপরে থাকবে বিশ্ব বাংলার লোগো ৷
চলতি মাসের শুরুতে মুখ্যসচিবের উপস্থিতিতে নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয় । সেখানে সিদ্ধান্ত হয় এমএসএমই দফতর পোশাকের পাশাপাশি জুতো এবং স্কুল ব্যাগও পাঠাবে । উল্লেখ্য, এই তিনটি সামগ্রী বিনামূল্যে ছাত্রছাত্রীরা পায় । স্কুল শিক্ষা দফতর জেলাশাসকদের চিঠি পাঠিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছে ৷ রাজ্যের প্রতিটি স্কুলে একই রকম পোশাক হলে সমস্যায় পড়তে হবে স্কুল কর্তৃপক্ষকে । রাজ্য যদি সব স্কুলে পোশাক ও লোগো একইরকম থাকে তাহলে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হবে বলে মনে করছে শিক্ষক মহলের একাংশ ।