গোসাবা, 3 ফেব্রুয়ারি:বিধানসভা নির্বাচনের এখনও পর্যন্ত নির্ঘণ্ট প্রকাশ হয়নি। তার আগে সব রাজনৈতিক দলগুলি ভোটযুদ্ধে নেমে পড়লেও প্রার্থী তালিকা ঘোষণার পরিস্থিতিও তৈরি হয়নি। তবে এরই মধ্যে অন্য ছবি দেখা যাচ্ছে গোসাবার কিছু এলাকায়। সেখানে দেওয়ালে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ন্ত নস্করের নাম লিখতে শুরু করেছেন দলের কর্মীরা।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বার বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্র থেকে লড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর মমতার এই ঘোষণাকে কেন্দ্র করে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। কারণ, শুভেন্দুর খাসতালুক নন্দীগ্রামে দাঁড়িয়েই তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। ভোটের দিন ঘোষণা হয়নি এখনও। প্রার্থী তালিকা তো দূরের বিষয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জয়ন্তের নামে দেওয়াল লিখন ঘিরে তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে আলোচনা। এক তৃণমূল নেতা তো বলেই ফেললেন, ‘‘দিদির পর তা হলে আরেকজন প্রার্থীর নাম আমরা জানতে পারলাম।’’
9টি দ্বীপ নিয়ে গঠিত গোসাবা ব্লক। এই ব্লকের 14টি গ্রাম পঞ্চায়েত ও বাসন্তী ব্লকের 2টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত গোসাবা বিধানসভা কেন্দ্র। ইতিমধ্যেই গোসাবা ব্লকের প্রায় সবক’টি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই জয়ন্ত নস্করের নামে দেওয়াল লেখার কাজ শুরু হয়ে গিয়েছে। গোসাবা গ্রাম পঞ্চায়েত এলাকার বেশিরভাগ দেওয়াল ইতিমধ্যেই ‘তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্করকে বিপুল ভোটে জয়যুক্ত করার’ আবেদন জানিয়ে সেজে উঠেছে। তৃণমূল কর্মীদের দাবি, “নির্বাচনী প্রচার ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রতিদিন বিধানসভার বিভিন্ন প্রান্তে মিটিং, মিছিল চলছে। জয়ন্ত নস্করই আবার এই এলাকা থেকে তৃণমূলের টিকিটে লড়াই করবেন এটা নিশ্চিত। তাই দেওয়াল লেখার কাজ শুরু হয়েছে।”