পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যাট হাতেই প্রচারে ফিরদৌসী বেগম - সোনারপুর উত্তরের প্রার্থী ফিরদৌসী বেগম

সোনারপুর উত্তর কেন্দ্রে এখনও পর্যন্ত অন্য কোনও রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষনা করতে পারেননি ৷ সেদিক থেকে প্রচারে আগে থেকেই মাঠে নেমে অনেকটাই এগিয়ে ফিরদৌসী বেগম ৷

West Bengal Assembly Election 2021
ফিরদৌসী বেগম

By

Published : Mar 8, 2021, 5:31 PM IST

সোনারপুর, 8 মার্চ : নির্বাচনী প্রচারে বেরিয়ে ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরদৌসী বেগম ৷ রাজনীতির ময়দান বর্তমানে খেলা হবে স্লোগানে উত্তপ্ত ৷ ঠিক সেইসময় ব্যাট হাতে মাঠে নেমে ফিরদৌসী বেগমও ৷ জানালেন, এবার খেলা হবে ৷

রাজপুর সোনারপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে দিবারাত্র ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় ৷ এই খেলার মাঠেই গতকাল নির্বাচনী প্রচার সারেন তিনি ৷ উপস্থিত দর্শকদের হাতে তুলে দেন সরকারের রিপোর্ট কার্ড ৷ তাঁদের সাথে কথাও বলেন ৷

2011 সাল থেকে টানা এই কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম ৷ দল তাঁকে প্রার্থী ঘোষনা করার পরেই তি্নি নেমে পড়েছেন প্রচারে ৷ এই কেন্দ্রে এখনও পর্যন্ত অন্য কোনও রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষনা করতে পারেননি ৷ সেদিক থেকে প্রচারে আগে থেকেই মাঠে নেমে অনেকটাই এগিয়ে ফিরদৌসী বেগম ৷ ইতিমধ্যেই দু'বেলা প্রচার শুরু করে দিয়েছেন তিনি ৷ তাঁর লক্ষ্য প্রতিটি মানুষের কাছে গিয়ে পৌঁছানো ৷

আরও পড়ুন : ঘাসফুলে টিকিট না পেয়ে পদ্মশিবিরে একঝাঁক নেতা

তাঁর বক্তব্য, এই সরকার বিগত 10 বছর ধরে রাজ্যে উন্নয়ন করেছে ৷ সমাজের সব স্তরের মানুষের জন্য উন্নয়ন করা হয়েছে ৷ তাঁর বিধানসভা এলাকাতেও অনেক উন্নয়নের কাজ করা হয়েছে ৷ সরকার প্রতিটি প্রকল্পের সুবিধা পেয়েছে তার বিধানসভা এলাকার বাসিন্দারা ৷

তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হল আরও উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন তিনি ৷ খেলা হবে স্লোগানকে বিরোধীরা যেভাবে কটাক্ষ করছেন তারও সমালোচনা করেন তিনি ৷ তাঁর বক্তব্য, মানুষ এবার বিজেপিকে একটিও ভোট দেবে না ৷ বিজেপি নেতারা যেভাবে রাজ্যের বদনাম করে চলেছেন এবং এখানকার মহিলাদের অসম্মান করছেন তা বাংলার মানুষ ভালোভাবে নেবে না বলে জানিয়েছেন তিনি ৷

নির্বাচনী প্রচারে বেরিয়ে ব্যাট হাতে ফিরদৌসী বেগমের মাঠে নেমে পড়ার ঘটনাকে কটাক্ষ করেছে বিজেপি ৷ দক্ষিণ চব্বিশ পরগনা বিজেপি বারুইপুর পূর্ব সাংগঠনিক জেলার সভাপতি সুনীপ দাস বলেন, "নাম ঘোষনার আগেই তিনি ফুটবল খেলেছিলেন, নাম ঘোষনার পর তিনি ক্রিকেট খেলছেন । নির্বাচনের ফল ঘোষনার পর তাকে বাড়িতে বসে লুডো খেলতে হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details