পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সবুজসাথীর সাইকেল চালিয়ে প্রচার সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের - Lovely Maitra

সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র ৷ সবুজসাথীর সাইকেল চালিয়ে আজ জনসংযোগ করলেন তিনি ৷ সঙ্গে রাজ্য সরকারের এই প্রকল্পকে প্রচারের হাতিয়ার করলেন ৷

west bengal assembly election 2021 Sonarpur South tmc candidate Lovely Maitra ride Sabujsathis cycle in her election campaign
সবুজসাথীর সাইকেল চালিয়ে প্রচার সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের

By

Published : Mar 16, 2021, 8:05 PM IST

দক্ষিণ 24 পরগনা, 16 মার্চ : নির্বাচনী প্রচারে বেরিয়ে সবুজসাথীর সাইকেল চালালেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী অরুন্ধতী ওরফে লাভলি মৈত্র ৷ সোনারপুরের কালিকপুর অঞ্চলে এদিন প্রচার করেন তিনি ৷ কখনও টোটোয় কখনও সাইকেল চালিয়ে আবার কখনও মাঠে নেমে ক্রিকেট খেলে জনসংযোগ করলেন ছোট পর্দার এই অভিনেত্রী ৷

সবুজসাথীর সাইকেল চালিয়ে প্রচার সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের

আজ কালিকাপুরের চাকবেড়িয়া বাজার এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে সবুজসাথীর সাইকেল চালালেন তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র ৷ সাইকেল চালিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে যান তিনি ৷ তাঁদের সাথে কথা বলেন ৷ রাজ্য সরকারের উদ্যোগে স্কুলের ছেলেমেয়েদের মধ্যে সবুজসাথীর সাইকেল বিলি করেছে তৃণমূল সরকার ৷ বেশ সাফল্যও পেয়েছে রাজ্য সরকারের এই প্রকল্প ৷ সেই প্রকল্পেরই সাইকেল নিয়ে নির্বাচনী প্রচার সারলেন লাভলি মৈত্র ৷ এই প্রসঙ্গে বলতে গিয়ে লাভলি মৈত্র বলেন, ‘‘প্রচুর মানুষ আমাকে সমর্থন করছেন ৷ ছোটবেলা থেকেই আমার সাইকেল চালানোর অভ্যাস আছে ৷’’ তিনি আরও জানান, ছোটবেলায় বাবার কিনে দেওয়া সাইকেলে তিনি স্কুল ও টিউশন পড়তে যেতেন ৷

আরও পড়ুন : তৃণমূলের প্রার্থী লাভলির পুলিশ সুপার স্বামীকে সরাতে চলেছে নির্বাচন কমিশন

প্রচারে নেমে বিরোধী প্রার্থী বিজেপির অঞ্জনা বসুকে কটাক্ষও করেন লাভলি মৈত্র ৷ খেলা হওয়ার স্লোগান তুললেও তিনি এখনও ময়দানেই নেই বলে মন্তব্য করেন সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী ৷ পাল্টা লাভলি মৈত্রের সবুজসাথীর সাইকেল চালিয়ে প্রচারকে কটাক্ষ করেছে বিরোধীরা ৷ বিজেপির বক্তব্য সবুজসাথীর সাইকেল ছাত্রছাত্রীদের কোনও কাজে লাগেনি ৷ কারণ অধিকাংশ সাইকেলই খারাপ ছিল ৷

ABOUT THE AUTHOR

...view details