সোনারপুর, 17 মার্চ : তিন দলের নির্বাচনী প্রচারে জমজমাট সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র ৷ একদিকে তৄণমুল ও বিজেপির দুই তারকা প্রার্থী, অন্যদিকে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই প্রার্থী শুভম বন্দ্যোপাধ্যায় ৷ কেউই নির্বাচনী প্রচারে বেরিয়ে কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন ৷
প্রচারে অনেকটাই এগিয়ে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৄণমুল কংগ্রেস প্রার্থী অরুন্ধতী ওরফে লাভলি মৈত্র ৷ ইতিমধ্যে সোনারপুরের প্রতিটি অঞ্চল তাঁর একবার করে ঘোরা হয়ে গিয়েছে ৷ কর্মীদের সঙ্গে পরিচিত হতে নিয়মিত অঞ্চল ভাগ করে কর্মিসভাও করছেন তিনি ৷ এছাড়া পায়ে হেঁটে, কখনও টোটোয় চেপে প্রচার চালাচ্ছেন তিনি ৷ এদিন সকাল থেকে সোনারপুরের কালিকাপুর অঞ্চলে নির্বাচনী প্রচার দেখা গেল তৃণমুলের এই তারকা প্রার্থীকে ৷ নিজের জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী তিনি ৷
নির্বাচনী ময়দানের মাঠে নেমেই রুপোলি পর্দার খোলস ছেড়ে মানুষের মাঝে মিশে যাওয়ার চেষ্টা করছেন বিজেপির তারকা প্রার্থী অঞ্জনা বসু ৷ তাঁকে প্রার্থী করা নিয়ে দলীয় কর্মীদের মধ্যেই অসন্তোষ রয়েছে ৷ তবে সেই সবকে পাত্তা দিতে রাজি নন তিনি ৷ বুধবার সকাল থেকে সোনারপুর বাজারে নির্বাচনী প্রচার শুরু করেছেন ৷ ক্রেতা বিক্রেতা উভয়ের কাছেই পৌঁছে যাচ্ছেন তিনি ৷ হাতজোড় করে ভোট চাইলেন তিনি ৷ প্রচারে বেরিয়ে তৃণমুল প্রার্থী লাভলিকে বাচ্চা মেয়ে বললেন তিনি ৷ এমনকি দিলেন একসঙ্গে ভোটের প্রচারের প্রস্তাবও ৷
সোনারপুর দক্ষিণে তিন দলের প্রচার... তারকা প্রার্থীদের প্রচার মানুষের চোখে পড়ছে না বলে কটাক্ষ সংযুক্ত মোর্চার তরুণ প্রজন্মের প্রার্থী শুভম বন্দ্যোপাধ্যায়ের ৷ লাল ফেরাও হাল ফেরাও স্লোগান তুলে সোনারপুর স্টেশনে জোরদার প্রচার চালাচ্ছেন তিনি ৷ মানুষের কাছে তুলে ধরছেন কেন্দ্র ও রাজ্য সরকারের 'জনবিরোধী' নীতিগুলি ৷ মানুষের পাশে থাকার বার্তা দিয়ে জয়ের ব্যাপারে পুরোপুরি সুনিশ্চিত বলে জানান তিনি ৷