পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নেতাজিকে প্রণাম জানিয়ে সোনারপুরে নির্বাচনী প্রচারে অঞ্জনা বসু - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

এবারের বিধানসভা নির্বাচনের চমক তারকা প্রার্থী ৷ তৃণমূল ও বিজেপি দুই দলই বিভিন্ন কেন্দ্র থেকে তারকাদের প্রার্থী করেছে ৷ যেমন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র ৷ এখান থেকে তৃণমূলের হয়ে টিকিট পেয়েছেন লাভলি মৈত্র ৷ আবার বিজেপির পক্ষ থেকে টিকিট পেয়েছেন অঞ্জনা বসু ৷ গতকাল সংশ্লিষ্ট কেন্দ্রে নেতাজিকে প্রণাম জানিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন অঞ্জনা বসু ৷

নেতাজীকে প্রণাম জানিয়ে অঞ্জনা বসুর নির্বাচনী প্রচার
নেতাজীকে প্রণাম জানিয়ে অঞ্জনা বসুর নির্বাচনী প্রচার

By

Published : Mar 16, 2021, 8:26 AM IST

সোনারপুর, 16 মার্চ : নেতাজিকে প্রণাম জানিয়ে সোনারপুর দক্ষিণে প্রচারে নামলেন অঞ্জনা বসু ৷ প্রথমে তিনি কোদালিয়ায় নেতাজির পৈতৃক ভিটেতে যান ৷ সেখানে কিছুক্ষণ থাকার পর দলীয় কর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচারে নামেন ৷

বাংলার দুই যুযুধান শিবিরই প্রার্থী তালিকায় ব্যাপক চমক রেখেছে ৷ প্রার্থী হয়েছেন টেলি দুনিয়ার একাধিক তারকা ৷ তেমনই সোনারপুর দক্ষিণ থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন বিজেপির অঞ্জনা বসু ৷ তৃণমূলের তরফ থেকে দাঁড়িয়েছেন লাভলি মৈত্র ওরফে অরুন্ধুতি ৷ রবিবার বিজেপি সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে অঞ্জনা বসুর নাম ঘোষণা করে ৷ তারপর গতকাল সংশ্লিষ্ট কেন্দ্র থেকে তিনি নির্বাচনী প্রচারে নামেন ৷ বিকেল চারটে নাগাদ তিনি সুভাষগ্রামের কোদালিয়ায় নেতাজির পৈতৃক ভিটেতে যান ৷ ঘুরে দেখেন নেতাজির স্মৃতি বিজড়িত ঘর ও ছুঁয়ে দেখেন তাঁর ব্যবহৃত নানা জিনিস ৷ সেখানে দাঁড়িয়েই দলীয় কর্মীদের সঙ্গে হাসিমুখে ছবিও তোলেন ৷ অভিনেত্রী তথা বিজেপি প্রার্থীকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিলেন বিজেপির পূর্ব দক্ষিণ চব্বিশ পরগনার সাংগঠনিক জেলা সভাপতি সুনীপ দাস ৷ পায়ে হেঁটে এলাকার কিছু অংশ ঘুরেও দেখেন তিনি ৷ স্থানীয়দের কাছ থেকে শুনতে চান তাদের নানাবিধ সমস্যার কথা ৷

প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, " নেতাজির আট পুরুষের পৈতৃক ভিটে ৷ এখানে এসে , ওঁর ব্যবহৃত আসবাবপত্র দেখে আমার গায়ে কাঁটা দিচ্ছিল ৷ এরকম ঐতিহাসিক স্থান থেকে আমাকে প্রার্থী হিসাবে নির্বাচন করায় আমি ধন্য ৷ " পাশাপাশি তিনি রাজপুর , সোনারপুর ইতিহাসের কথা বলেন ৷ জানান, পুরানো সংস্কৃতি জড়িয়ে আছে এইসব জায়গাগুলির সঙ্গে ৷ আমিও সংস্কৃতি জগতের মানুষ ৷ বহুবার এখানে এসেছি ৷ বিভিন্ন ধরনের অনুষ্ঠানে সামিল হয়েছি ৷ তাই আমার মনে হয় , এই বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়ানোটা নিছকই কাকতালীয় নয় ৷ "

অভিনেত্রী লাভলি তাঁর প্রতিপক্ষ ৷ লাভলিকে ছোটো বোন বলে সম্বোধন করে অঞ্জনা বলেন , " লাভলি আমার ছোটো বোন ৷ রাজনৈতিক ক্ষেত্রে হোক বা অভিনয় জগতে ৷ যেকোনও সময় , যেকোনও পরিস্থিতিতে আমি দিদির মতো ওর পাশে আছি ৷ " প্রচন্ড গরম পড়ার কারণে লাভলিকে বেশি ঘোরাফেরা না করারও পরামর্শ দেন সাত বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন এই বিজেপি প্রার্থী ৷ অন্যদিকে, অমিত শাহ'র প্রসঙ্গ টেনে বলেন, " অমিতজি আমার উপর আস্থা রেখেছেন ৷ গুরুত্বপূর্ণ স্থানে আমাকে প্রার্থী করেছেন ৷ আমি আপ্লুত ৷ আমার জেতা নিয়েও উনি খুব আশাবাদী ৷ "

আরও পড়ুন:সংবিধান ভেঙে বিজেপি প্রার্থী ! স্বপন দাশগুপ্তের সাংসদ পদ বাতিলের দাবি মহুয়ার

উল্লেখ্য, কিছুদিন আগেই সোনারপুর দক্ষিণে নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের মুখে পড়েন তৃণমূল প্রার্থী লাভলি ৷ স্থানীয় কাউকে কেন প্রার্থী করা হয়নি , প্রাক্তন বিধায়ককেই বা কেন টিকিট দেওয়া হয়নি , সেই নিয়ে স্থানীয়দের রোষের মুখে পড়তে হয় লাভলিকে ৷

নেতাজীকে প্রণাম জানিয়ে অঞ্জনা বসুর নির্বাচনী প্রচার

এখন এটাই দেখার সোনারপুর দক্ষিণ কাকে বেছে নেয় ৷ মা-মাটি-মানুষের সরকারকে নাকি গেরুয়া শিবিরকে ?

ABOUT THE AUTHOR

...view details