সোনারপুর, 16 মার্চ : নেতাজিকে প্রণাম জানিয়ে সোনারপুর দক্ষিণে প্রচারে নামলেন অঞ্জনা বসু ৷ প্রথমে তিনি কোদালিয়ায় নেতাজির পৈতৃক ভিটেতে যান ৷ সেখানে কিছুক্ষণ থাকার পর দলীয় কর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচারে নামেন ৷
বাংলার দুই যুযুধান শিবিরই প্রার্থী তালিকায় ব্যাপক চমক রেখেছে ৷ প্রার্থী হয়েছেন টেলি দুনিয়ার একাধিক তারকা ৷ তেমনই সোনারপুর দক্ষিণ থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন বিজেপির অঞ্জনা বসু ৷ তৃণমূলের তরফ থেকে দাঁড়িয়েছেন লাভলি মৈত্র ওরফে অরুন্ধুতি ৷ রবিবার বিজেপি সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে অঞ্জনা বসুর নাম ঘোষণা করে ৷ তারপর গতকাল সংশ্লিষ্ট কেন্দ্র থেকে তিনি নির্বাচনী প্রচারে নামেন ৷ বিকেল চারটে নাগাদ তিনি সুভাষগ্রামের কোদালিয়ায় নেতাজির পৈতৃক ভিটেতে যান ৷ ঘুরে দেখেন নেতাজির স্মৃতি বিজড়িত ঘর ও ছুঁয়ে দেখেন তাঁর ব্যবহৃত নানা জিনিস ৷ সেখানে দাঁড়িয়েই দলীয় কর্মীদের সঙ্গে হাসিমুখে ছবিও তোলেন ৷ অভিনেত্রী তথা বিজেপি প্রার্থীকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিলেন বিজেপির পূর্ব দক্ষিণ চব্বিশ পরগনার সাংগঠনিক জেলা সভাপতি সুনীপ দাস ৷ পায়ে হেঁটে এলাকার কিছু অংশ ঘুরেও দেখেন তিনি ৷ স্থানীয়দের কাছ থেকে শুনতে চান তাদের নানাবিধ সমস্যার কথা ৷
প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, " নেতাজির আট পুরুষের পৈতৃক ভিটে ৷ এখানে এসে , ওঁর ব্যবহৃত আসবাবপত্র দেখে আমার গায়ে কাঁটা দিচ্ছিল ৷ এরকম ঐতিহাসিক স্থান থেকে আমাকে প্রার্থী হিসাবে নির্বাচন করায় আমি ধন্য ৷ " পাশাপাশি তিনি রাজপুর , সোনারপুর ইতিহাসের কথা বলেন ৷ জানান, পুরানো সংস্কৃতি জড়িয়ে আছে এইসব জায়গাগুলির সঙ্গে ৷ আমিও সংস্কৃতি জগতের মানুষ ৷ বহুবার এখানে এসেছি ৷ বিভিন্ন ধরনের অনুষ্ঠানে সামিল হয়েছি ৷ তাই আমার মনে হয় , এই বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়ানোটা নিছকই কাকতালীয় নয় ৷ "