দক্ষিণ 24 পরগনা, 2 মার্চ : বিধানসভা নির্বাচনের প্রচার এবার গঙ্গাসাগরের তীরে ৷ শিল্পী দোবতোষ দাস বালি দিয়ে ফুটিয়ে তুললেন, ‘‘বাংলা নিজের মেয়েকেই চায়’’ ৷ তৃণমূলের হয়ে প্রচার কাজে নামলেন তিনি ৷ দক্ষিণ 24 পরগনার সাগর ব্লকের বেলা ভূমিতে রাজ্য সরকারের একাধিক প্রকল্পকেও তুলে ধরলেন দেবতোষ দাস ৷
বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে ৷ আর সেই সঙ্গে বঙ্গভোটের প্রচারেও কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি ৷ সেই প্রচার মঞ্চে রাজ্যের শাসক দল তৃণমূলের হয়ে প্রচারে নামলেন বালি শিল্পী দেবতোষ দাস ৷ ‘‘বাংলা নিজের মেয়েকেই চায়’’, তৃণমূলের এই নির্বাচনী স্লোগানকেই তাঁর শিল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন শিল্পী ৷ প্রসঙ্গত, গঙ্গাসাগর ব্রাহ্মণ সমাজ কমিটির উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জল কল্যাণমূলক প্রকল্প সাগরের তীরে তুলে ধরা হয় ৷ যেখানে স্বাস্থ্যসাথী, রূপশ্রী, সবুজ সাথী, কন্যাশ্রী, কৃষক বন্ধু, পুরোহিত ভাতা, ইমাম ভাতা সহ একাধিক প্রকল্প বালি শিল্পের মধ্যে দিয়ে তুলে ধরেন দেবতোষ দাস ৷