পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাঙড়ে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার আইএসএফ কর্মী

ভাঙড়ের চন্ডিহাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ । ধৃতকে জেরা করে বাড়িতে আগ্নেয়াস্ত্র, টাঙ্গি মজুত রাখার কারণ জানার চেষ্টা করছে পুলিশ ।

ধৃত আইএসএফ কর্মী
ধৃত আইএসএফ কর্মী

By

Published : Mar 5, 2021, 7:46 AM IST

ভাঙড়, 5 মার্চ : আগ্নেয়াস্ত্র সহ এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করল পুলিশ । ধৃতের নাম অলি মহম্মদ । গতকাল ভাঙড়ের কাশীপুর থানার চন্ডিহাট এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয় । ধৃতের কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি গুলি ও দু'টি টাঙ্গি উদ্ধার করেছে পুলিশ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, অলি মহম্মদ দীর্ঘদিন ধরে সিপিএমের সঙ্গে যুক্ত ছিলেন । সম্প্রতি দল বদল করে আইএসএফের সদস্য হন । তাঁর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজ কর্মের অভিযোগ রয়েছে । গতকাল তার বাড়িতে অভিযান চালায় কাশীপুর থানার পুলিশ । বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র । ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । ধৃতকে জেরা করে বাড়িতে আগ্নেয়াস্ত্র, টাঙ্গি মজুত করার কারণ জানার চেষ্টা করা হচ্ছে ।

আরও পড়ুন : রাকেশ সিংয়ের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুললেন পামেলা গোস্বামী

এ বিষয়ে ভাঙড় 2 নম্বর ব্লকের আইএসএফের ব্লক সভাপতি রাইনুর মোল্লা বলেন, "আমাদের দলের কেউ যদি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে, তাহলে পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে ।" তিনি আরও বলেন, "শাসক দলের মধ্যে যাদের কাছে এই ধরনের বেআইনি আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে তাদের বিরুদ্ধেও পুলিশের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত । "

ABOUT THE AUTHOR

...view details