পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 16, 2021, 8:46 PM IST

ETV Bharat / state

অঞ্জনা বসুকে প্রার্থী করায় সোনারপুর দক্ষিণে বিজেপি কর্মীদের বিক্ষোভ

সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী অঞ্জনা বসুর বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয় নেতৃত্বের ৷ সোনারপুরের ভূমিপুত্র তমাল চৌধুরীকে প্রার্থী করার দাবি জানিয়েছে তারা ৷ আর সেই নিয়ে কোনও আশ্বাস না মেলায় এবার পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির কর্মী সমর্থকরা ৷

west bengal assembly election 2021 in sonarpur south bjp workers showing agitation against candidature of anjana bose
অঞ্জনা বসুকে প্রার্থী করায় সোনারপুর দক্ষিণে বিজেপি কর্মীদের বিক্ষোভ

দক্ষিণ 24 পরগনা, 16 মার্চ : অভিনেত্রী অঞ্জনা বসুকে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করায় ক্ষোভ বিজেপি সমর্থকদের মধ্যে ৷ মঙ্গলবার বিকেলে সোনারপুর দক্ষিণ বিধানসভা হরিনাভী মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধ বিজেপি কর্মী ও সমর্থকরা ৷ তাদের দাবি অবিলম্বে বহিরাগত প্রার্থীকে বাতিল করতে হবে ৷ তার পরিবর্তে সোনারপুরের ভূমিপুত্র তমাল চৌধুরীকে প্রার্থী করতে হবে ৷

অভিনেত্রী অঞ্জনা বসুকে সোনারপুর দক্ষিণ বিধানসভা থেকে প্রার্থী করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ রাজ্য তথা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বহু নেতার ঘনিষ্ঠ তিনি ৷ বেশ কয়েক বছর ধরেই নিয়মিত বিজেপির সাংগঠনিক কাজে জড়িত তিনি ৷ আর সেই অঞ্জনা বসুকেই এবার প্রার্থী হিসেবে মানতে নারাজ সোনারপুর দক্ষিণের বিজেপি নেতৃত্ব ৷ নিজেদের আপত্তির কথা তারা ইতিমধ্যে বিজেপির রাজ্য নেতৃত্বকে জানিয়েছে ৷ তবে, এখনও পর্যন্ত এনিয়ে কোনও সমাধান বের হয়নি ৷ প্রার্থী পরিবর্তনের কোনও আশ্বাস না দেওয়াতেই আন্দোলনে নেমেছে তারা ৷ দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা ৷ তাদের দাবি সোনারপুরের ভূমিপুত্র তমাল চৌধুরীকে প্রার্থী করতে হবে ৷

আরও পড়ুন : সিতাইয়ের প্রার্থী দীপক রায়ের বিরোধিতা স্থানীয় বিজেপি কর্মীদের

অধিকাংশ ক্ষেত্রে অভিযোগ উঠেছে, দলের পক্ষ থেকে ‘‘আর নয় অন্যায়ে’’র স্লোগান তোলা হচ্ছে ৷ আর কর্মীদের প্রতিই অন্যায় করা হচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে ৷ বাইরে থেকে চাপিয়ে দেওয়া প্রার্থীকে স্থানীয় নেতৃত্ব মানবেন না বলে জানানো হয়েছে ৷ একমাত্র তমাল চৌধুরী দাঁড়ালেই এই আসনে পদ্মফুল ফুটবে বলে হুঁশিয়ারি দিয়ে বিজেপি কর্মীরা ৷ প্রার্থী হিসেবে অঞ্জনা বসুর নাম ঘোষণা হওয়ার পর, সোমবারই প্রথম সোনারপুর দক্ষিণ কেন্দ্রে আসেন তিনি ৷ দলীয় কর্মীদের সাথে বৈঠকও করেছিলেন ৷ মঙ্গলবার সকাল থেকেই সোনারপুরে প্রচার শুরু করেছেন তিনি ৷ জয়ের ব্যাপারে আশাবাদী বলে প্রচার শুরুর আগেই জানিয়েছেন অঞ্জনা বসু ৷

অন্যদিকে দলের একাংশের বিক্ষোভের কথা অঞ্জনা বসুর কানে এলেও, তিনি বিষয়টি জানেন না বলেই এড়িয়ে গিয়েছেন ৷ তাঁর বক্তব্য, ‘‘আমি সকাল থেকেই এলাকায় ঘুরে ঘুরে দলীয় কর্মীদের নিয়ে প্রচার করছি ৷ প্রচারে বেশ ভাল সাড়া পাচ্ছি ৷’’

ABOUT THE AUTHOR

...view details