পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোনারপুর উত্তর কেন্দ্রে প্রচারে সিপিআইএম ও তৃণমূলের দুই মহিলা প্রার্থীর - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

ভোটপ্রচারে সোনারপুর উত্তরের তৃণমূল ও সিপিআইএমের দুই প্রার্থী ৷ সোনারপুরের বনহুগলিতে প্রচারে নামলেন সিপিআইএম প্রার্থী মোনালিসা সিনহা এবং গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় ভোটপ্রচার করলেন তৃণমূলের প্রার্থী তথা সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম ৷

west-bengal-assembly-election-2021-cpim-candidate-monalisa-sinha-and-tmc-candidate-firdousi-begam-in-a-election-campaign-in-sonarpur-north-assembly
সোনারপুর উত্তর কেন্দ্রে প্রচারে সিপিআইএম ও তৃণমূলের দুই মহিলা প্রার্থীর

By

Published : Mar 16, 2021, 5:13 PM IST

দক্ষিণ 24 পরগনা, 16 মার্চ : একজন তৃণমূল প্রার্থী ফিরদৌসি বেগম এবং অন্যজন সংযুক্ত মোর্চার সিপিআইএমের জোট প্রার্থী মোনালিসা সিনহা ৷ প্রচারে ঝড় তুললেন সোনারপুর উত্তর বিধানসভার এই দুই প্রার্থী ৷ আজ সকাল থেকে সোনারপুর উত্তর কেন্দ্রে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে নামেলেন তাঁরা ৷ প্রসঙ্গত, সোনারপুর উত্তরে বিজেপি তাদের প্রার্থীর নাম এখনও প্রকাশ করেনি ৷

সোনারপুর উত্তর কেন্দ্রে প্রচারে সিপিআইএম ও তৃণমূলের দুই মহিলা প্রার্থীর

আজ সকাল থেকে বনহুগলির আবাসনগুলিতে ঘুরে ঘুরে প্রচার করেন মোনালিসা সিনহা ৷ মানুষের কাছে একাধিক ইস্যু তুলে ধরছেন তিনি ৷ বাঁশদ্রোণীর মেয়ে মোনালিসা সিনহা দীর্ঘদিন ধরেই সিপিআইএমের মহিলা সংগঠনের সাথে যুক্ত ৷ নারীর অধিকার রক্ষার লড়াইয়ে একাধিকবার ময়দানে নেমেছেন তিনি ৷ সেই লড়াকু মানসিকতাকে হাতিয়ার করেই এবার তাঁকে এই কেন্দ্রে প্রার্থী করেছে বামেরা ৷ পায়ে হেঁটে কার্যত নানা এলাকা চষে বেড়াচ্ছেন মোনালিসা সিনহা ৷ প্রচারে মানুষের কাছে তুলে ধরছেন বিগত 10 বছরে তৃণমূলের শাসনে অনুয়ন্নয়নের কথা ৷ বলছেন, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানো, বেহাল রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থার কথা ৷ এছাড়াও একাধিক স্থানীয় ইস্যু ও কর্মসংস্থানের সমস্যার কথা তুলে ধরে মানুষের কাছে যাচ্ছেন তিনি ৷

প্রচারে সিপিআইএম প্রার্থী মোনালিসা সিনহা

অন্যদিকে, সোনারপুর উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গত দু’বারের বিধায়ক ফিরদৌসি বেগম এদিন গড়িয়া রেল স্টেশন সংলগ্ন বালিয়া এলাকায় প্রচার চালালেন ৷ একাধিক ছোট ছোট কর্মীসভা করার পাশাপাশি রাস্তায় ঘুরে ঘুরে জনসংযোগ করলেন তিনি ৷ পথ চলতি মানুষ থেকে পথের দু’ধারের বাড়ি ও আবাসনে গিয়ে গিয়ে ভোট চাইলেন তিনি ৷ তবে, ভোট চাইতে গিয়ে একাধিক অভিযোগ শুনতে হয়েছে তাঁকে ৷ সেই অভিযোগগুলি সঙ্গে সঙ্গে লিখেও নিয়েছেন তিনি ৷ যদিও, তাঁর দাবি গত 10 বছরে 9 বছরে সোনারপুর উত্তরে যথেষ্ঠ উন্নয়নের কাজ হয়েছে ৷ এমনকি দ্রুত এই কেন্দ্রের প্রতিটি বাড়িতে পানীয় জলের লাইন পৌঁছে যাবে বলে জানান তিনি ৷

আরও পড়ুন : ভোট চাইতে বিজেপি নেতার বাড়িতে শীতলকুচির তৃণমূল প্রার্থী

তবে, এখানেই বিরোধীদের প্রশ্ন, শেষ 9 বছরে উন্নয়ন হলে পানীয় জলের লাইন কেন সব বাড়িতে পৌঁছায়নি ? কেন রাস্তাঘাটের সমস্যা রয়েছে ৷ এমনকি 10 বছর বিধায়ক থাকার পর ভোটপ্রচারে বেরিয়ে তাঁকে মানুষের সমস্য়ার কথা লিখতে হচ্ছে ৷ এমনই সব অভিযোগে ফিরদৌসি বেগমকে নিশানা করছে বিরোধী শিবির ৷

ABOUT THE AUTHOR

...view details