কাকদ্বীপ (দক্ষিণ 24 পরগনা), 30 জানুয়ারি : বিজেপি ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা ৷ যারা মারধর, অত্য়াচার করছে, তারা যেন সাবধান হয়ে যায় ৷ আমরা ক্ষমতায় এলে সব হিসেব বুঝে নেব ৷ তবে, সেটা আইনের মাধ্য়মে ৷ শুক্রবার বিকেলে কাকদ্বীপে এক শ্রমিক সমাবেশের থেকে এভাবেই রাজ্য়ের শাসক দল তৃণমূলকে হুঁশায়ারি দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা ৷ আমফানের ত্রাণ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি, বিজেপি ক্ষমতায় এলে সবের হিসেব নেওয়ার কথা ওই শ্রমিক সমাবেশে বলেন তিনি ৷ এমনকি নেতাজি জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে জয় শ্রীরাম ধ্বনি ওঠায়, বক্তব্য় না দেওয়া নিয়েও মুখ্য়মন্ত্রীকে নিশানা করেন রাহুল সিনহা ৷
ভিক্টোরিয়া মেমোরিয়ালে জয় শ্রীরাম ধ্বনি ওঠায়, অপমানের অভিযোগ করে বক্তব্য় না রেখেই মঞ্চ থেকে নেমে গিয়েছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সেই ঘটনায় এবার মুখ্য়মন্ত্রীকে নিশানা করলেন বিজেপি নেতা রাহুল সিনহা ৷ তিনি পালটা মুখ্য়মন্ত্রীকে নিশানা করে বলেন, ‘‘সেদিন কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন ৷ তার মধ্যে হাতে গোনা কয়েকজন জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিল ৷ তাতেই উনি প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য় না রেখে বসে পড়লেন ৷ এতে কী সম্মান বাড়ল ? এমন কড়া ভাষায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করেন রাহুল সিনহা ৷