পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নেতাজি জন্মজয়ন্তী থেকে আমফান দুর্নীতি, একাধিক ইস্যুতে মুখ্য়মন্ত্রীকে নিশানা রাহুলের

কাকদ্বীপে বিজেপির শ্রমিক সমাবেশের মঞ্চ থেকে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করলেন রাহুল সিনহা ৷ নেতাজির জন্মজয়ন্তীতে মুখ্য়মন্ত্রী বক্তব্য় না রাখায় রাজ্য়ের অপমান করা হয়েছে বলে পালটা নিশানা করলেন বিজেপির এই নেতা ৷ তাঁর মতে, জয় শ্রীরাম ধ্বনির প্রতিবাদ করতে গিয়ে, প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য় না রেখে মঞ্চ থেকে নেমে যাওয়া আরও বেশি অপমানজনক ৷

west bengal assembly election 2021 bjp leader Rahul Sinha has lashed out the state government over multiple corruption issues
নেতাজির জন্মজয়ন্তীতে বক্তব্য় না রাখা, থেকে আমফান দুর্নীতি, একাধিক ইশ্য়ুতে তৃণমূলকে নিশানা রাহুল সিনহার

By

Published : Jan 30, 2021, 3:54 PM IST

কাকদ্বীপ (দক্ষিণ 24 পরগনা), 30 জানুয়ারি : বিজেপি ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা ৷ যারা মারধর, অত্য়াচার করছে, তারা যেন সাবধান হয়ে যায় ৷ আমরা ক্ষমতায় এলে সব হিসেব বুঝে নেব ৷ তবে, সেটা আইনের মাধ্য়মে ৷ শুক্রবার বিকেলে কাকদ্বীপে এক শ্রমিক সমাবেশের থেকে এভাবেই রাজ্য়ের শাসক দল তৃণমূলকে হুঁশায়ারি দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা ৷ আমফানের ত্রাণ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি, বিজেপি ক্ষমতায় এলে সবের হিসেব নেওয়ার কথা ওই শ্রমিক সমাবেশে বলেন তিনি ৷ এমনকি নেতাজি জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে জয় শ্রীরাম ধ্বনি ওঠায়, বক্তব্য় না দেওয়া নিয়েও মুখ্য়মন্ত্রীকে নিশানা করেন রাহুল সিনহা ৷

ভিক্টোরিয়া মেমোরিয়ালে জয় শ্রীরাম ধ্বনি ওঠায়, অপমানের অভিযোগ করে বক্তব্য় না রেখেই মঞ্চ থেকে নেমে গিয়েছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সেই ঘটনায় এবার মুখ্য়মন্ত্রীকে নিশানা করলেন বিজেপি নেতা রাহুল সিনহা ৷ তিনি পালটা মুখ্য়মন্ত্রীকে নিশানা করে বলেন, ‘‘সেদিন কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন ৷ তার মধ্যে হাতে গোনা কয়েকজন জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিল ৷ তাতেই উনি প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য় না রেখে বসে পড়লেন ৷ এতে কী সম্মান বাড়ল ? এমন কড়া ভাষায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করেন রাহুল সিনহা ৷

আরও পড়ুন : নেতাজি না মমতা... অপমানিত হলেন কে ? তরজা তুঙ্গে

পাশাপাশি আমফানের ত্রিপল চুরি, চাল চুরির অভিযোগেও তৃণমূলের নেতাদের হুঁশিয়ারি দেন বিজেপি নেতা রাহুল সিনহা ৷ তাঁর অভিযোগ, আমফানের ক্ষতিপূরণের টাকা চুরি করে তৃণমূলের কাটমানি খাওয়া নেতারা নিজেদের অট্টালিকা তৈরি করেছে ৷ ক্ষমতায় এলে সেই সব টাকা ফেরত নেওয়া হবে বলেও গতকালের সভা থেকে জানান রাহুল সিনহা ৷

ABOUT THE AUTHOR

...view details