পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রার্থী হতে না পেরে কেঁদে ফেললেন আরাবুল ইসলাম - তৃণমূল

ভাঙড়ে এবার তৃণমূল প্রার্থী ডাক্তার রেজাউল করিম ৷ প্রার্থী করা হয়নি আরাবুল ইসলামকে ৷ সেই ক্ষোভ প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেললেন আরাবুল ৷

প্রার্থী হতে না পেরে কেঁদে ফেললেন আরাবুল ইসলাম
প্রার্থী হতে না পেরে কেঁদে ফেললেন আরাবুল ইসলাম

By

Published : Mar 5, 2021, 5:56 PM IST

Updated : Mar 5, 2021, 8:02 PM IST

ভাঙড়, 5 মার্চ : দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভা আসনে তৃণমূল এবার প্রার্থী করেছে ডাক্তার রেজাউল করিমকে ৷ কালীঘাটে শুক্রবার নিজেই ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই খবর জানার পর কার্যত কেঁদে ফেললেন আরাবুল ইসলাম ৷ এদিন তাঁর বাড়িতে হাজির হন সমর্থকরা ৷ সমর্থকদের সামনেই এই নিয়ে দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি ৷

প্রসঙ্গত, আরাবুল ইসলাম রাজ্য রাজনীতির অন্যতম বিতর্কিত চরিত্র ৷ বিভিন্ন সময় তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে ৷ তিনি ভাঙড়ের বিধায়কও ছিলেন ৷ গত পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে লড়াইও করেন ৷ আবার তাঁকে এক সময় দল বহিষ্কারও করেছিল কয়েক বছরের জন্য ৷

মানুষ যেভাবে চাইবেন, তিনি সেইভাবে চলবেন; বললেন আরাবুল

যদিও গতবার ওই আসন থেকে জিতেছিলেন সিপিএম থেকে তৃণমূলে আসা রেজ্জাক মোল্লা ৷ তাঁকে এবার প্রার্থী করেনি দল ৷ আবার আরাবুলকেও টিকিট দেওয়া হয়নি ৷ ফলে ভাঙড়ে ক্ষুব্ধ আরাবুলের অনুগামীরা ৷ তাঁরা এদিন আরাবুলের বাড়ির সামনে চলে যান ৷ সেখানেই অনুগামীদের সঙ্গে নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন ৷ তিনি জানান, শুরু থেকেই তিনি লড়াই করছেন দলের হয়ে৷ মানুষ যেভাবে চাইবেন, তিনি সেইভাবে চলবেন ৷

আরও পড়ুন :খেলব-লড়ব-জিতব স্লোগান তুলে কথা রাখতে নন্দীগ্রাম চললেন মমতা

এদিকে ডাক্তার রেজাউল করিম বলেন, ‘‘দল যেভাবে আমাকে পরিচালনা করবে, আমি সেভাবেই পরিচালিত হব ৷ ভাঙড় বিধানসভা কেন্দ্রের মানুষের জন্য আমি কাজ করতে চাই । আগামী দিনে রাজ্যে যেমন সবুজ আবির উঠবে, সেই রকম ভাঙ্গড় বিধানসভায় সবুজ আবির উড়বে ।’’

Last Updated : Mar 5, 2021, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details