সোনারপুর, 8 এপ্রিল: মানুষ নাকি তাঁকে চাইছেন না ৷ তাঁকে নাকি কালো পতাকা দেখানো হয়েছে ৷ এমন শুনে সরাসরি তাঁর সঙ্গে প্রচারে বেরতে বললেন বিরোধী প্রার্থীকে ৷ বৃহস্পতিবার সোনারপুরে শেষ মুহূর্তের ব্যস্ত প্রচারে এভাবেই লাভলী মৈত্রকে চ্যালেঞ্জ জানালেন অঞ্জনা বসু ৷ সোনারপুর দক্ষিণে তাঁর প্রতিপক্ষ লাভলী বলেছেন, অঞ্জনাকে মানুষ চাইছেন না ৷ তাঁকে কালো পতাকা দেখানো হয়েছে ৷ এই কথা শুনে লাভলীকে তাঁর সঙ্গে শেষবেলার প্রচারে আহ্বান জানিয়েছেন অঞ্জনা ৷ এদিন অঞ্জনার সমর্থনে তাঁর সঙ্গেই প্রচার করেন অভিনেতা এবং খড়্গপুর সদরের তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ও ৷
চতুর্থ দফার নির্বাচন শনিবার । গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনীতির উত্তাপ ৷ আগামী 10 এপ্রিল রাজ্যে নির্বাচনের অন্যতম কেন্দ্র হল সোনারপুর দক্ষিণ ৷ এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেত্রী অঞ্জনা বসু এবং তাঁর বিপরীতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আরেক অভিনেত্রী লাভলী মৈত্র । দীর্ঘদিন বিজেপি করছেন অঞ্জনা । তবে ভোট ময়দানে এই প্রথমবার প্রার্থী হিসাবে দাঁড়ালেন তিনি । ছোট পর্দা ও বড় পর্দা দু'জায়গায় সমান জনপ্রিয় তিনি । শেষ দিনে প্রচারে কোনও খামতি রাখতে চাইলেন না অঞ্জনা । শেষ মুহূর্তের ফাইনাল টাচে ননস্টপ প্রচার করেছেন তিনি ।