কাকদ্বীপ, 17 ফেব্রুয়ারি: অমিত শাহের সভার আগেই বিজেপির ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা কাকদ্বীপের ভূতোমোল্লারপোলে । কলকাতা থেকে গাড়িতে করে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে আসার পথে দুষ্কৃতীদের হামলার মুখে পড়ে গাড়ি ও গাড়ির চালক । দুষ্কৃতীরা বিজেপির ও অমিত শাহ-র পোস্টার, ফেস্টুন ছিঁড়ে দেয় বলে অভিযোগ । এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি ।
বৃহস্পতিবার নামখানার ইন্দিরা ময়দানে সভা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র । বুধবার দুপুরে কলকাতা থেকে বিজেপির ফেস্টুন ভরতি একটি গাড়ি নামখানার উদ্দেশে রওনা দেয় । আচমকা কাকদ্বীপের ভুতোমল্লারপোলের কাছে বেশ কয়েকজন দুষ্কৃতী পথ আটকায় গাড়ির । এরপর গাড়ি থেকে চালককে নামিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গাড়িতে থাকা পোস্টার, ফেস্টুন, ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ । এমনকী চালককে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় । এই ঘটনায় তৃণমূল যুক্ত রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি ।