ঢোলাহাট, 13 ফেব্রুয়ারি : দক্ষিণ 24 পরগনায় জোড়া কর্মসূচি তৃণমূলের সর্বভারতীয় যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । আজ কুলপি বিধানসভার ঢোলাহাটে মাঠে জনসভা অভিষেকের । বিকেলে কামালগাছি থেকে সোনারপুর পর্যন্ত রোড শো রয়েছে তাঁর । বিজেপিকে কার্যত তুলোধনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
আজকের এই জনসভা থেকে তিনি বলেন, "উত্তর ভারত থেকে এসে ভাবছে বাংলাকে চমকাবে, বাংলাকে ধমকাবে । উত্তরপ্রদেশের বিজেপির বহিরাগত নেতাদের গুটকার থুতুতে বাংলার লোহায় জঙ ধরবে না । যত ক্ষমতা আছে করে নিন । বহিরাগত নেতারা আসবেন, খাবেন, ঘুরবেন । মে মাসে রেজ়াল্ট বেরোবে । আবার সবাইকে প্যাক করে গুজরাত আর উত্তরপ্রদেশে পাঠিয়ে দেবে বাংলার জনতা ।" এই ভাষাতেই বিজেপিকে হুংকার দিলেন অভিষেক ।
রাজ্যে এবং কেন্দ্রে একই দলের সরকার গড়ার ডাক দিয়েছিল বিজেপি । সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের মুখেও "ডবল ইঞ্জিন" সরকার গড়ার আওয়াজ শোনা গিয়েছে । এদিন সেই ইশুতে সাংসদ বলেন, "মুখ্যমন্ত্রীর সঙ্গে লড়াই করতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বহু ক্যাবিনেট মন্ত্রী, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শয়ে শয়ে সর্বভারতীয় নেতারা বাংলায় ক্যাম্প করে বসে রয়েছে । বলছে ডবল ইঞ্জিন সরকার গড়বে । আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের 1টি ইঞ্জিনের সঙ্গে মোকাবিলা করতে 500 ইঞ্জিন মাঠে নামাতে হচ্ছে ।"
ঢোলাহাট থেকে বিজেপি নেতাদের আক্রমণ অভিষেকের তিনি আরও বলেন, "কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকলে চোর ধরা পড়বে না । তাই ডবল ইঞ্জিন সরকার চাই । যেমন উত্তর প্রদেশে চোর ধরা পড়ে না । গুজরাতে চোর ধরা পড়ে না । তেমন ভাবে নিভৃতে নীরবে চুরি করে যাবে । এত নির্লজ্জ, দু'কান কাটা ।"
আরও পড়ুন : ডুমুরজলায় জাতীয় সংগীতের ‘অবমাননা’, বিজেপিকে নিশানা অভিষেকের
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদেরদের বিরুদ্ধে স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই তীব্র আক্রমণ শানালেন তিনি । অভিষেকের হুঁশিয়ারি, "এরা বলে তৃণমূলের দম বন্ধ হয়ে আসছে । তাই বিজেপির আইসিইউতে গিয়ে ভর্তি হচ্ছে । দম তো মানুষ বন্ধ করবে আগামী দিনে ।" সম্প্রতি দেবী দুর্গাকে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের জোর বিতর্ক শুরু হয় । সেই প্রসঙ্গে বিজেপিকে খোঁচা দিয়ে অভিষেকের তোপ, "যে রামের নামে এরা ধ্বনি দিচ্ছে সেই রামকে অকালবোধনের রাম বলে চিনি । যিনি নিজের চক্ষুটা মা দুর্গাকে অর্পন করেছিলেন । কিন্তু এরা(বিজেপি) নারীদের সম্মান দেয় না । তাই দুর্গাকে অসম্মান করছে । চ্যালেঞ্জ করছি জয় শ্রীরাম নয়, জয় সিয়ারাম বলুন।"
সিএএ ও এনআরসি নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান তৃণমূল যুব সভাপতি অভিষেক । তিনি বলেন "স্বরাষ্ট্রমন্ত্রী মতুয়াদেরকে বলছে নাগরিকত্ব ভোটের পর নাগরিকত্ব দেওয়া হবে । তার মানেকি অবৈধ । তাহলে তাদের ভোটে জিতে আপনিও অবৈধ । অরুনাচলে প্রচুর চিনের লোক ঢুকে আছে । আগে তাদের হঠান । যে বিজেপি নেতারা 200 পার করার কথা বলছেন তাঁদেরকে বলছি বাংলায় তৃণমূল সরকার এবার 250 পার করে দেবে । তৃতীয় বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আসনে বসাবেন । বাংলা থেকে কেন্দ্রীয় সরকার প্রত্যেক বছর জিএসটি, আয়কর সব মিলিয়ে বাংলা থেকে 75 হাজার কোটি টাকা বাংলা কেটে নিয়ে যাচ্ছে । সাত বছরে 5 লাখ 25 হাজার কোটি টাকা বাংলা থেকে কেটে নিয়ে যাচ্ছে মোদি সরকার ।"
তৃণমূলের সভার কটাক্ষ করে মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপি নেতা প্রদ্যুৎ বৈদ্য বলেন, "ভোটের সময় বড় বড় কথা বলে কোনও লাভ হয় না । মানুষ সব দেখছে পঞ্চায়েত ভোটে কীভাবে সন্ত্রাস হয়েছে । আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে মানুষ মুছে ফেলবে । বিধানসভা নির্বাচনের পর বাংলার চালাবে বিজেপি সরকার ।"