পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গোসাবায় বোমা বিস্ফোরণে মৃত এক বিজেপি কর্মী - Attack on BJP workers in Gosaba

আজ এসএসকেএম হাসপাতালে মারা যান শোভন দেবনাথ নামে এক বিজেপি কর্মী ৷ বিস্ফোরণে জখম গুরুতর হওয়ার জন্য তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল ৷

Gosaba Blast
ছবি

By

Published : Mar 6, 2021, 5:10 PM IST

গোসাবা, 6 মার্চ : গোসাবার বিস্ফোরণে প্রাণ হারালেন এক বিজেপি কর্মী । আজ সকালে এসএসকেএম হাসপাতালে প্রাণ হারান শোভন দেবনাথ নামে বছর বাইশের ওই বিজেপি কর্মী ।

শুক্রবার ভোর রাতে গোসাবার বাদামতলা এলাকায় বিজেপি সমর্থকদের লক্ষ্য করে বোমা ছুড়েছিল একদল দুষ্কৃতী । অভিযোগ ছিল দুষ্কৃতীরা সকলেই তৃণমূল আশ্রিত । হামলায় 6 জন গুরুতর জখম হয়েছিলেন । জখমদের পরিবারের দাবি বিজেপি কর্মী হওয়ায় তাঁদের উপর তৃণমূল হামলা চালিয়েছে ।

জখমদের পরিবারের অভিযোগ, নিমন্ত্রণ বাড়ি থেকে ফেরার সময় তাঁদেরকে লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোড়ে ।

যদিও পুলিশের প্রাথমিক অনুমান বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে । স্থানীয়দের সহযোগিতায় গোসাবা থানার পুলিশ আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছিল । দু'জনের জখম গুরুতর হওয়ায় তাঁদের কলকাতায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ আজ সকালে সেখানেই মৃত্যু হয় শোভন দেবনাথের ৷ বাকি চারজনের অবস্থা এখন স্থিতিশীল ৷

আরও পড়ুন : গোসাবায় বোমা বিস্ফোরণে জখম 6 বিজেপি কর্মী

শাসকদলের বক্তব্য, ভোট ঘোষণা হয়ে গিয়েছে । তাই এলাকায় সন্ত্রাস চালানোর জন্য বোমা বাঁধার কাজ চলছিল বিরোধীরা । সেখান থেকে বিস্ফোরণ ঘটে । এর সঙ্গে তৃণমূলের কোনও হাত নেই বলে জানান গোসাবার তৃণমূল নেতৃত্ব ।

ABOUT THE AUTHOR

...view details